পাবনা-সুজানগর সড়ক ব্যবসায়ীদের দখলে

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনা-সুজানগর প্রধান সড়কের অধিকাংশ জায়গা দিনের পর দিন ব্যবসায়ীদের দখলে চলে যাচ্ছে। এতে ওই সড়কে যানবাহন এবং জনসাধারণের চলাচল বিঘ্নিত হচ্ছে। খোঁজ-খবর নিয়ে জানা যায়, সড়ক ও জনপথ বিভাগের ওই সড়কের দু’পাশে সুজানগর পৌর বাজার, দুবলিয়া বাজার, শ্রীপুর বাজার এবং হাজিরহাটসহ ৬/৭টি হাট-বাজার রয়েছে।
বাজারের কতিপয় ব্যবসায়ী দিনের পর দিন জনগুরুত্বপূর্ণ ওই সড়ক দখল করে অবাধে ব্যবসা-বাণিজ্য করছেন। ফলে সড়কটি দিয়ে বাস, ট্রাক এবং অন্যান্য যানবাহনসহ জনসাধারণের চলাচল বিঘ্নিত হচ্ছে। সুজানগর পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মজিদ বলেন, ওই সকল হাট-বাজারে সরকারি জায়গার সংকট। যেটুকু সরকারি জায়গা রয়েছে সেটুকুও অপরিকল্পিত দোকানপাটে ঠাসা।
ফলে হাট-বাজারে জায়গা সংকটের কারণে কতিপয় ব্যবসায়ী প্রধান ওই সড়ক দখল করে নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করছেন। অবৈধভাবে সড়কটি দখল করে ব্যবসা-বাণিজ্য করার কারণে প্রায়ই সড়কে যানজট সৃষ্টি হয়।
আরও পড়ুনএ সময় দুর্ভোগ পোহাতে হয় যানবাহনের যাত্রী এবং ওই সকল হাট-বাজারে আগত জনসাধারণের। এ ব্যাপারে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে শিগগিরই সড়ক থেকে ওই সকল দোকানপাট উচ্ছেদের উদ্যোগ নেওয়া হবে।
মন্তব্য করুন