ভিডিও সোমবার, ১৯ মে ২০২৫

পাবনা-সুজানগর সড়ক ব্যবসায়ীদের দখলে

পাবনা-সুজানগর সড়ক ব্যবসায়ীদের দখলে

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনা-সুজানগর প্রধান সড়কের অধিকাংশ জায়গা দিনের পর দিন ব্যবসায়ীদের দখলে চলে যাচ্ছে। এতে ওই সড়কে যানবাহন এবং জনসাধারণের চলাচল বিঘ্নিত হচ্ছে। খোঁজ-খবর নিয়ে জানা যায়, সড়ক ও জনপথ বিভাগের ওই সড়কের দু’পাশে সুজানগর পৌর বাজার, দুবলিয়া বাজার, শ্রীপুর বাজার এবং হাজিরহাটসহ ৬/৭টি হাট-বাজার রয়েছে।

বাজারের কতিপয় ব্যবসায়ী দিনের পর দিন জনগুরুত্বপূর্ণ ওই সড়ক দখল করে অবাধে ব্যবসা-বাণিজ্য করছেন। ফলে সড়কটি দিয়ে বাস, ট্রাক এবং অন্যান্য যানবাহনসহ জনসাধারণের চলাচল বিঘ্নিত হচ্ছে। সুজানগর পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মজিদ বলেন, ওই সকল হাট-বাজারে সরকারি জায়গার সংকট। যেটুকু সরকারি জায়গা রয়েছে সেটুকুও অপরিকল্পিত দোকানপাটে ঠাসা।

ফলে হাট-বাজারে জায়গা সংকটের কারণে কতিপয় ব্যবসায়ী প্রধান ওই সড়ক দখল করে নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করছেন। অবৈধভাবে সড়কটি দখল করে ব্যবসা-বাণিজ্য করার কারণে প্রায়ই সড়কে যানজট সৃষ্টি  হয়।

আরও পড়ুন

এ সময় দুর্ভোগ পোহাতে হয় যানবাহনের যাত্রী এবং ওই সকল হাট-বাজারে আগত জনসাধারণের। এ ব্যাপারে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে শিগগিরই সড়ক থেকে ওই সকল দোকানপাট উচ্ছেদের উদ্যোগ নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদর দিবসে জবি ছাত্রশিবিরের কুইজ আয়োজন

শিক্ষক-শিক্ষার্থীদের উপর পুলিশী হামলায় জবি  হিউম্যান রাইটস সোসাইটির প্রতিবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরে হুরাসাগরের বুকে নানা জাতের ফসলের চাষাবাদ

বগুড়ার সোনাতলায় এক গৃহবধুর আত্মহত্যা

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে গেছে বাদামসহ রবিশস্য

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এস্কেভেটর পোড়ানোর অভিযোগ, অস্বীকার ইউএনও’র