ভিডিও শনিবার, ০৩ মে ২০২৫

বগুড়ার বই মেলা

নতুন বই আসছে হচ্ছে মোড়ক উন্মোচন : সবমিলিয়ে জমছে মেলা

নতুন বই আসছে হচ্ছে মোড়ক উন্মোচন : সবমিলিয়ে জমছে মেলা

স্টাফ রিপোর্টার : মেলা মানেই বাঙালির জন্য উৎসব। সেটা হোক বইমেলা কিংবা বাণিজ্য মেলা। সেজেগুজে মেলার এ প্রান্ত থেকে ও প্রান্ত পুরোটাই ঘোরা চাই সতীর্থের হাত ধরে। বই কেনা হোক বা না হোক, মেলার স্মৃতি ফ্রেমবন্দি করে রাখতে ভোলেন না আগন্তুকরা। বইমেলায় চোখে পড়ে স্থিরচিত্র ধারণের এমন অনেক দৃশ্য। এতে মেলার সৌন্দর্য বাড়ে বৈ কমে না।

বগুড়া জেলা জাসাস আয়োজিত বইমেলা এভাবেই ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে। পড়ার বা সংগ্রহের মত বই থাকলেও ক্রেতা কম থাকায় আশানারুপ বই বিক্রি না হলেও স্টল ও প্রকাশকগণ বলছেন, ধীরে ধীরে ভিড় বাড়ছে পাঠকদের।

মেলায় দর্শনার্থীরা বইয়ের দোকানে ঘুরে ঘুরে চলে যাচ্ছেন। স্টল মালিকগণ বলছেন, মেলায় শিশু পাঠকই বেশি। তরুণদের চেয়ে আবার মধ্যবয়সের পাঠক বেশি বই কিনছেন। অনেকেই আসছেন বই দেখছেন চলে যাচ্ছেন। বিকেল থেকে বগুড়া বইমেলায় কিছু দর্শনার্থী ও ক্রেতা দেখা গেলেও রাত ৯টার পর থেকে তেমন পাঠক থাকছে না মেলায়। পুরো মাঠ ফাঁকা হয়ে যাচ্ছে।

এদিকে দর্শক ও পাঠক টানতে আয়োজক জাসাস জেলা কমিটি প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির নিয়মিত আয়োজন ছাড়াও থাকছে স্থানীয় সংগঠনের সাংস্কৃতিক পরিবেশনা।

বগুড়ার বইমেলায় ঢাকার বিভিন্ন প্রকাশনার নতুন বই যেমন পাওয়া যাচ্ছে তেমনি এখনো বিক্রির র্শীষে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তাঁদের সঙ্গে বিক্রি হচ্ছে এখনো ইমদাদুল হকের বিভিন্ন উপন্যাস, গল্পের হুমায়ূন আহম্মেদ এখনো দেদারছে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন

সোমবার সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্বপ্নচূড়া শিল্পী গোষ্ঠি, অ আ সাহিত্য সংসদ, জেলা শিল্পকলা একাডেমি, আকাশমাটি সঙ্গীত একাডেমি। সন্ধ্যায় বইমেলায় কবি শাজাহান রিপন এর নতুন প্রকাশিত বই নবচেতনার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কবি শাজাহান রিপনসহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বগুড়া জেলা জাসাস এর সভাপতি ওয়াহিদ মুরাদ জানান, আমরা পাঠক সৃষ্টির জন্য কাজ করছি। শিশুরা যেমন বইমেলায় আসছেন এবং বই কিনছেন, তেমনি যেন আমাদের তরুণ প্রজন্ম বইমুখি হয়ে উঠেন সে জন্য আমাদের বিভিন্নভাবে প্রচার প্রচারণা চলছে।

পাঠক তার পছন্দের সকল বই এই মেলা থেকে সংগ্রহ করতে পারবেন। সে ভাবেই মেলা সাজানো হয়েছে। মেলা থেকে পাওয়ার কিছু নেই। শুধু চেয়েছি আমনরা পাঠক সৃষ্টি হোক আর সাধারণ মানুষ শিশু তরুণরা যেন বইমুখি হয়ে উঠেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠিতে অটোরিকশা-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ২

সুন্দরবনে হরিণ শিকারের নাইলনের ফাঁদ জমা দিলেই দুই হাজার টাকা

আনচেলত্তিকে সময় বেঁধে দিল ব্রাজিল

নেইমারের বিশেষ উপহার পেলেন অভিনেতা পলাশ!

ফিলিস্তিনি শিশু হত্যার দায়ে মার্কিন নাগরিকের ৫৩ বছরের জেল

বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করেছেন প্রবাসী সামিত