মুন্সীগঞ্জে দড়ি ছিঁড়ে নিচে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ছাদ থেকে রশি ছিঁড়ে নিচে পড়ে মো. এমরান (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১ মার্চ) সকালের দিকে ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত এমরান লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জাঙ্গানিয়া গ্রামের মৃত হাফেজ আহমেদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কোদালধোয়া গ্রামের মিন্টু মিয়ার ছয়তলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল আজ। কোমড়ে রশি বেঁধে সিমেন্টের কংক্রিট সরবরাহের কাজ করছিলেন শ্রমিক এমরান। এসময় রশি ছিঁড়ে নিচে পড়ে যান তিনি। গুরুতর অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এমরানকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনমুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুদুর রহমান বলেন, “হাসপাতালের আনার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়।”
মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম বলেন, “শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপমৃত্যুর মামলা হবে।”
মন্তব্য করুন