দিনাজপুরের বোচাগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে গতকাল শুক্রবার দিবাগত ভোররাতে ৩৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে থানা পুলিশ উপজেলার ৫নং ছাতইল ইউনিয়নে বসবাসকারী মৃত আনছার আলীর ছেলে মো. জাহাঙ্গীর আলমের পুকুর হতে পরিত্যক্ত অবস্থায় স্থানীয় জনগণের সহযোগিতায় মূর্তিটি উদ্ধার করে। মূর্তিটি জব্দ তালিকা শেষে থানা হেফাজতে রাখা হয়েছে।
আরও পড়ুনএ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. হাসান জাহিদ সরকার বলেন, ধারণা করা হচ্ছে এটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি। এখন পর্যন্ত মূর্তিটি পরীক্ষা করা হয়নি। তবে বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে।
মন্তব্য করুন