ভিডিও শনিবার, ১০ মে ২০২৫

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক:   নারী শ্রমিকের আত্মহত্যার জেরে গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি কারখানার শ্রমিকরা। এসময় তারা একটি গাড়ি ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।


সোমবার (৩ মার্চ) সকালে ৮টার দিকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কে টায়ার ও কারখানার গাড়িতে আগুন দেন তারা। 

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, মহানগরীর ভোগরা এলাকায় অবস্থিত প্যানারোমা এ্যাপারেলস লিমিটেড। গতকাল এই কারখানার একজন নারী শ্রমিক ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। ঘটনাটি জানাজানি হলে আজ (সোমবার) সকাল ৮টার দিকে ওই কারখানাটির শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ভোগরা বাইপাস এলাকার ঢাকা-ময়মনসিং মহাসড়ক অবরোধ করেন। পরে শ্রমিকরা উত্তেজিত হয়ে মহাসড়কে টায়ার ও কারখানার সামনে থাকা মোটরসাইকেল ও গাড়ি মহাসড়কে এনে আগুন দেন তারা। 

আরও পড়ুন


গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, “গতকাল এক নারী শ্রমিক ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। পর্যাপ্ত সিসিটিভি ফুটেজ রয়েছে, আমাদেরকেও দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। ব্যক্তিগত কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। ওই ঘটনায় শ্রমিকরা সড়ক অবরোধ করেন। তারা কারখানার সামনে থাকা একটি গাড়ি সড়কে এনে আগুনে পুড়িয়ে দিয়েছেন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার শাহবাগে গণজমায়েতের ডাক

বগুড়ার সোনাতলায় আ’লীগ নেতা বাবা-ছেলে গ্রেফতার 

জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার

বগুড়া কাহালুর মুরইল ইউনিয়ন আ‘লীগের সা.সম্পাদক আল আমিন গ্রেফতার

প্রমত্তা করতোয়া এখন মরা খাল!

আ.লীগ নেত্রীর মেয়েকে জুলাইযোদ্ধা অন্তর্ভুক্তির প্রতিবাদ করায় কুপিয়ে জখম