ভিডিও শনিবার, ২৩ আগস্ট ২০২৫

রংপুরে আ’লীগের সাবেক এমপি আফতাব উদ্দিন গ্রেফতার

রংপুরে আ’লীগের সাবেক এমপি আফতাব উদ্দিন গ্রেফতার,ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে রংপুর মহানগরীর নিউ সেনপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বলপ্রয়োগ, হামলা, হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদেরভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলীর নেতৃত্বে নগরীর নিউ সেনপাড়া এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার করা হয়। পরে তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে থানায় নিয়ে যায় পুলিশ।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যাসহ বিভিন্ন অভিযোগে তার (আফতাব উদ্দিন সরকার) বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এসব মামলা তদন্তাধীন। তাকে গোপন সংবাদেরভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তিনটি মামলার মধ্যে একটি রংপুরে রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে আফতাব উদ্দিন সরকারকে আদালতে নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিদের ভারত সফর চূড়ান্ত

নাটোর সুগারমিলে ডাকাতির মূলহোতা গ্রেপ্তার

রংপুরে বিশেষায়িত ৫৬০ বেডের হাসপাতাল তৈরি করা হবে : স্বাস্থ্য উপদেষ্টা

গাজায় আরও ৭১ ফিলিস্তিনিকে হত্যা

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

দিনাজপুর ঘোড়াঘাটে সেনাবাহিনী ও ট্রাফিক বিভাগের যৌথ অভিযান