ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

এ বছর নির্বাচন আয়োজন সম্ভব নয় : নাহিদ ইসলাম

এ বছর নির্বাচন আয়োজন সম্ভব নয় : নাহিদ ইসলাম

এ বছর দেশে নির্বাচন হওয়া সম্ভব নয়। কারণ নির্বাচন হওয়ার মতো পরিবেশ ও জনগণের পুরোপুরি নিরাপত্তা অন্তর্বর্তী সরকার এখনো নিশ্চিত করতে পারেনি বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সদ্য সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৬ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে নাহিদ বলেন, “গত সাত মাসে, আমরা সবাই আশা করেছিলাম রাজনৈতিক ব্যবস্থা, আইন ও শাসন স্বল্পকালীন সংস্কারের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে। এটি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত হয়েছে। কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক ব্যবস্থা বিবেচনায়, আমি মনে করি না এ বছর জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে।”

গত বছর গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত ৮ আগষ্ট অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এ বছরের শেষ দিকে নির্বাচন আয়োজনের কথা বলেছেন। কিন্তু সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানালেন ভিন্ন কথা।

আরও পড়ুন

তবে নির্বাচন যখনই হয় তখনই জাতীয় নাগরিক পার্টি সেটিতে অংশ নিতে প্রস্তুত আছে বলে জানান নাহিদ। কিন্তু নির্বাচনের আগে ‘জুলাই ঘোষণাপত্রে’ সব রাজনৈতিক দলের ঐকমত্যে পৌঁছানো গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। নাহিদ বলেন, “যদি জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা এক মাসের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে আমরা তাৎক্ষণিক নির্বাচনের ডাক দিতে পারব। কিন্তু যদি এতে সময় লাগে তাহলে নির্বাচন বিলম্বিত হতে হবে।”

এছাড়া তাদের নতুন দলকে প্রতিষ্ঠিত করতে অনেকে, সমৃদ্ধশালী ও ধনী ব্যক্তি, অর্থায়ন করছে বলে জানিয়েছেন নাহিদ। তিনি বলেছেন, শিগগিরই তারা নতুন অফিস এবং নির্বাচনের জন্য সাধারণ মানুষের কাছে অর্থ সহায়তা চাইবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলআবিবকে ‘ভুতুড়ে শহর’ বানিয়ে দেওয়ার হুমকি

রামুতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজির ৪ যাত্রী নিহত

সাবা-বাঁধনের দ্বন্দ্বকে ‘ড্রামাবাজি’ বললেন অরুণা বিশ্বাস

মেসির পর এবার তার দেহরক্ষী নিষিদ্ধ

বুবলীকে ‘ময়না’ নামে ডাকতে চান কোনাল

ভারতের নিরাপত্তা ইস্যুতে আমরা বাংলাদেশের ওপর নিবিড় নজর রাখছি : জয়শঙ্কর