ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

বাংলাদেশ ম্যাচের আগে যে কারণে অবসর ভেঙে ফিরছেন ছেত্রী

বাংলাদেশ ম্যাচের আগে যে কারণে অবসর ভেঙে ফিরছেন ছেত্রী

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণার মাত্র ৮ মাসের ব্যবধানে আবারও জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে যাচ্ছেন ভারতীয় কিংবদন্তি সুনীল ছেত্রী। মার্চের ফিফা উইন্ডোতে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে তারা বাংলাদেশের মুখোমুখি হবে। তার আগেই ছেত্রী আবারও ফিরছেন বলে ভারতীয় ফুটবলের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানানো হয়। এমনকি ভারতের ঘোষিত স্কোয়াডেও রয়েছে সাবেক এই অধিনায়কের নাম।
 
অবসর ঘোষণার আগে আন্তর্জাতিক ফুটবলে ১৯ বছরে ১৫০টি ম্যাচ খেলেছিলেন সুনীল ছেত্রী। যেখানে তিনি ৯৪টি গোল করেছেন, যা ভারতের হয়ে সর্বোচ্চ এবং জাতীয় দলের জার্সিতে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ গোল। আন্তর্জাতিক ফুটবল ছাড়লেও ক্লাবের হয়ে খেলছিলেন। এর মধ্যেই আবারও ফিরছেন জাতীয় দলে। তারকা এই ফুটবলারকে দলে ফেরাতে ভারতীয় কোচ মানোলো মার্কেজের ভূমিকা রয়েছে বলে দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে।
 
সুনীল ছেত্রীর অবসরের পর থেকেই ছন্নছাড়া হয়ে পড়েছিল ভারতীয় দলের আক্রমণভাগ। একের পর এক ম্যাচ কেটে গেলেও গোল করতে পারছিলেন না ছাংতে-মানবীররা। তাই ব্লু টাইগার্সদের হাল ফেরাতে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের আগমুহূর্তে অবসর ভাঙলেন ছেত্রী। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বিরলে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

বগুড়ার শিবগঞ্জের মহাস্থানে ঈদগাহ সংলগ্ন রাস্তার বেহাল দশা

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ

বগুড়ার ধুনটে দাদন ব্যবসায়ীর মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় স্বামী-স্ত্রীকে বেঁধে লুট করার ঘটনায় চারজন গ্রেফতার

হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বগুড়ায় রাতে বিক্ষোভ