নিউজ ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ, ২০২৫, ১০:৪০ রাত
বগুড়া লেখক চক্রের পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত

বগুড়া লেখক চক্রের পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত। ছবি : দৈনিক করতোয়া
বগুড়া লেখক চক্রের পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক।
আসরে স্বরচিত লেখা পাঠ করেন বিশ্বজিৎ দাশ, আমিনুল ইসলাম রনজু, প্রবন্ধকার এস এম আনিছুর রহমান, প্রিয়ম পলাশ, শাকিবুল শাকিল, ইউসুফ রাসেল ও ছড়াকার সুমন মোহন্ত। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন কনটেন্ট ক্রিয়েটার মাহাদী জামান সুফল। পঠিত লেখাসমূহের উপর আলোচনা করেন কবি ইসলাম রফিক।
আরও পড়ুনমন্তব্য করুন