ভিডিও রবিবার, ০৪ মে ২০২৫

পরকীয়ায় জড়ান মহেশবাবু, হাতেনাতে ধরেন স্ত্রী!

পরকীয়ায় জড়ান মহেশবাবু, হাতেনাতে ধরেন স্ত্রী!, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক: দক্ষিণের সুপারস্টার মধ্েয প্রথম সারিতেই রয়েছেন মহেশবাবু। তার ছবি ঘিরে প্রত্যাশায় থাকেন লক্ষ লক্ষ ভক্ত। দক্ষিণের গণ্ডি ছাড়িয়ে মহেশবাবু বর্তমানে সারা ভারতজুড়েই জনপ্রিয়।মহেশবাবু মূলত ভক্তদের কাছে ‘ফ্যামিলি ম্যান’ হিসেবেই পরিচিত। অভিনেত্রী নম্রতা শিরোদকরের সঙ্গে তার সুখী দাম্পত্য। এক পুত্র এবং কন্যাকে নিয়ে তাদের সংসার। তবে সম্প্রতি মহেশবাবুর পরকীয়ার গুঞ্জনে সরগরম শোবিজ অঙ্গন।

দক্ষিণের এক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে নাকি গোপন সম্পর্কে জড়িয়েছিলেন মহেশ। মুম্বাইয়ে তারা একসঙ্গে থাকতেনও। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেন দক্ষিণের জনপ্রিয় প্রযোজক গীতা কৃষ্ণ।প্রযোজক গীতা কৃষ্ণের দাবি, মহেশবাবুর সঙ্গে অভিনেত্রীর গোপন প্রেম নাকি হাতেনাতে ধরে ফেলেন স্ত্রী নম্রতা। তবে নম্রতা অত্যন্ত দক্ষতার সঙ্গে ঠান্ডা মাথায় পুরো বিষয়ের সমাধান করেন।প্রযোজক গীতা কৃষ্ণের দাবি, সেই অভিনেত্রী হলেন তৃষা কৃষ্ণণ। মহেশ এবং তৃষার সম্পর্ক নিয়ে তাই ফের রটেছে গুজব। তবে দুই তারকার এই নিয়ে কখনোই মুখ খোলেননি।

আরও পড়ুন

যদিও মহেশ এবং নম্রতার সংসারে ভাঙনের কোনও খবর শোনা যায়নি। দুই তারকার প্রেমও ছিল এককথায় ফিল্মি। ‘ভামসি’ ছবির সেটে আলাপ হয় নম্রতা এবং মহেশের। প্রথম ছবি করতেই করতেই প্রেম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বিরলে ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার

বগুড়ার ধুনটে জমিতে বিষ দিয়ে ফসল নষ্টের অভিযোগ

বগুড়ার শেরপুরে জমে উঠেছে ধান কাটা শ্রমিকের হাট

নেটপ্রো মডেল স্কুল এন্ড কলেজ, বগুড়ায় নিয়োগ বিজ্ঞপ্তি

বগুড়ায় শ্রমিক সংকটে ধান কাটা-মাড়াই নিয়ে দুঃশ্চিতায় কৃষক

বগুড়ার বীর মুক্তিযোদ্ধা খোকনের স্মৃতিস্তম্ভ নির্মিত হচ্ছে আক্কেলপুরে