ভিডিও সোমবার, ১০ মার্চ ২০২৫

আমাদের টাইম লাইন ডিসেম্বর এটা মাথায় রেখে কাজ করছি : সিইসি

আমাদের টাইম লাইন ডিসেম্বর এটা মাথায় রেখে কাজ করছি : সিইসি, ছবি: সংগৃহীত।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন বলেছেন, ডিসেম্বরকে মাথায় রেখে আমরা এগোচ্ছি। আমাদের টাইম লাইন ডিসেম্বর এটা মাথায় রেখে কাজ করছি। ডিসেম্বরে ভোট হলে অক্টোবরে সিডিউল ঘোষণা করতে হবে। টাইম লাইন যাতে মিস না করি সেভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছি।

আজ সোমবার (১০ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে সিইসি এসব কথা বলেন। তিনি বলেন, রাষ্ট্রদূতের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা হয়নি। নির্বাচনের ট্রেনে উঠেছেন কী? এমন প্রশ্নে সিইসি বলেন, প্রধান উপদেষ্টা যেদিন ঘোষণা দিয়েছেন সেদিন থেকে আমারা জাতীয় নির্বাচন প্রস্তুতি নিয়ে কাজ করছি। জাতীয় নির্বাচনের ঘোষণা কিন্তু প্রধান উপদেষ্টা দেবেন। সিইসি আরও বলেন, ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে। আমরা আমাদের প্রস্তুতি জানিয়েছি। আমরা তাদের কাছে সহায়তা চেয়েছি। প্রার্থীর এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে সহায়তা চেয়েছি। তারা আমাদের হেল্প করতে চান, কী ধরনের সহযোগিতা লাগবে তারা জানতে চেয়েছেন।

আরও পড়ুন

এএমএম নাসির উদ্দীন বলেন, উনারা জানতে এসেছিল পার্লামেন্ট নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে, আমরা কোন পর্যায়ে আছি কী ধরনের প্রস্তুতি চলছে। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের বিষয়ে যুক্তরাজ্য আমাদের সহায়তা করতে চায়। বিদেশি পর্যবেক্ষক সম্পর্কে তারা জানতে চেয়েছেন আমরা সব কিছু জানিয়েছি। আমরা যা কিছু করছি জানিয়েছি। ভোটার নিবন্ধন ও পার্টির নিবন্ধন বিষয়ে আমরা জানিয়েছি। বিদেশি পর্যবেক্ষক নিয়োগের কাজ সময়মতো করবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের বাগাতিপাড়া সরকারি কলেজে ফরম ফিলাপের অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, শিক্ষার্থীদের মানববন্ধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইফতার মাহফিলে হামলা, কৃষকদলের আহবায়ক ও সদস্য সচিব আহত

সারা দেশের কারাগারে বন্দি ৭০ হাজার ৬৫ জন : কারা মহাপরিদর্শক  

পাচার করা টাকা ফেরাতে দ্রুত বিশেষ আইন করা হবে : প্রেস সচিব

‘বউয়ের বিয়ে’!

দিনাজপুরের ঘোড়াঘাটে সার ও কীটনাশকের দোকানে চুরি