মুক্তিযুদ্ধ জাদুঘরের আগুন নিয়ন্ত্রণে

রাজধানী ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের জেনারেল রুমে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আজ সোমবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে মুক্তিযুদ্ধ জাদুঘরের ছয়তলা ভবনের নিচতলায় জেনারেল রুমে আগুন লাগে। ৯টা ৪৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেদ এসব তথ্য জানিয়ে বলেন, ‘মুক্তিযুদ্ধ জাদুঘরের জেনারেল রুমে আগুন লাগে। এছাড়া অন্য কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বৈদ্যুতিক গোলযোগের কারণে এই আগুন লাগে।’
মন্তব্য করুন