নাটোরের সিংড়ার রাজমিস্ত্রির মরদেহ মিললো নাটোর শহরতলীর ভুট্টাক্ষেতে

নাটোর প্রতিনিধি : নাটোরে একটি ভুট্টা ক্ষেত থেকে মো. আল মামুন (৩৫) নামের এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে শহরতলীর ভেদরার বিলের নবীনগর এলাকা থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আল মামুন জেলার সিংড়া উপজেলার উত্তর দমদমা গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান জানান, আজ সোমবার (১০ মার্চ) সকালের দিকে স্থানীয় কৃষি শ্রমিকরা মাঠে কাজ করার সময় শহরতলীর ভেদরার বিলের নবীনগর এলাকার একটি ভুট্টা ক্ষেতে ওই ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহের পর মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আরও পড়ুনওসি আরও বলেন, গতকাল রোববার দিনগত রাতে কে বা কারা তাকে হত্যার পর এ স্থানে মরদেহটি ফেলে রেখে গেছে। তার মাথা ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। কি কারণে, কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তার কারণ অনুসন্ধানে সিআইডির ক্রাইমসিন ইউনিটের সহায়তায় উদঘাটনের চেষ্টা চলছে। পাশাপাশি এ হত্যাকান্ডে যারা জড়িত তাদের শনাক্ত করে গ্রেফতারে অভিযানসহ তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছিল।
মন্তব্য করুন