চট্টগ্রামে দুই হেলমেট চোর আটক

নিউজ ডেস্ক: বন্দরনগরী চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে দুই হেলমেট চোরকে আটক করেছে পুলিশ।
সোমবার (১০ মার্চ) রাতে দুই হেলমেট চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চারটি হেলমেট।
গ্রেপ্তারকৃতরা হলেন- বোয়ালখালী উপজেলার ইকবাল এবং রাউজান উপজেলার রাসেল।
আরও পড়ুননগর গোয়েন্দা পুলিশের সাব ইন্সপেক্টর রবিউল ইসলাম হেলমেট চুরি ও চোর গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, সম্প্রতি চট্টগ্রাম নগরীতে মোটরসাইকেলের হেলমেট চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এর থেকে পুলিশও রেহায় পাচ্ছে না। গতকাল রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা থেকে দুইজন হেলমেট চোরকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্নস্থালে ঘুরে মোটরসাইকেলের হেলমেট চুরির কথা স্বীকার করেছে।
মন্তব্য করুন