জয়পুরহাটের আক্কেলপুরে দশ বছর ধরে রফিক বিনে টাকায় করান সেহরি ও ইফতার

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : আক্কেলপুরে দশ বছর ধরে বিনা টাকায় সেহরি এবং ইফতার খাওয়ান রফিক হোটেলের মালিক রফিকুল ইসলাম। রমজান মাসে প্রতিদিন প্রায় তিনশত ব্যক্তি এখানে ইফতার এবং সেহরি করেন। বিত্তবান ব্যক্তি না হলেও এগারো মাসে যা আয় করেন সেখান থেকে প্রতিদিন কিছু টাকা সঞ্চয় করে রমজান মাস জুড়ে তিনি ইফতার এবং সেহরি করান।
সেহরির ও ইফতারের সময় আক্কেলপুর কলেজ বাজার কাঁচামালপট্টিতে রফিকের হোটেলে গিয়ে দেখা যায়, সেহরি ও ইফতার খাওয়ার জন্য শত শত মানুষের ভিড়। ভেতরে ঢুকে দেখা গেল সবাই হাতে হাতে প্লেট নিয়ে যে যার মতো করে টেবিলে বসে ইফতার করছেন। খালি নেই কারও হাত। হোটেল জুড়ে চলে জমজমাট সেহরি ও ইফতার পর্ব। টাকা না দিয়ে খাচ্ছেন সবাই, এটাই রোজার একমাস ধরে রফিক হোটেলে এই ভাবে চলবে। এটি তিনি প্রায় দশ বছর থেকে করে আসছেন। হোটেলটি তেমন একটা বড় নয়। মালিকও তেমন সম্পদশালী নয়। প্রতিদিন সেহরিতে ১৫০ এবং ইফতারে ১৭০ রোজাদার ব্যক্তিদের সেহরি ও ইফতারি করান।
হোটেল মালিক রফিক ভাড়া নিয়ে হোটেলে ব্যবসা করেন। আক্কেলপুর পৌর শহরের কেশবপুর গ্রামে তার বসবাস। তার হোটেলের নামও রফিক হোটেল। তিনি ২০১৬ সাল থেকে রমজান মাসে তার হোটেলে নিয়মিত টাকা ছাড়াই সেহরি ও ইফতার করাচ্ছেন রোজাদারকে। হোটেল মালিক রফিকুল নিজে এবং তার হোটেলের কর্মচারীররা মিলে ইফতারি ও সেহরির খাবার পরিবেশন করেন।
আরও পড়ুনহোটেল মালিক রফিকুল ইসলাম রফিক বলেন, রমজান মাসে খাবারের হোটেলগুলো বন্ধ থাকে। এতে ইফতারি ও সেহরির সময় রোজাদারদের অনেক কষ্ট হয়। বছরের এগারো মাস আমি হোটেল ব্যবসা করে যা আয় হয় তার থেকে প্রতিদিন কিছু টাকা জমিয়ে রেখে রমজান মাসে সকল রোজাদারদের ইফতার ও সেহরি খাওয়ানোর চেষ্টা করি। এ কাজে আমার হোটেলের কর্মচারীরা সহযোগিতা করে। তারাও এই মাসে কোন পারিশ্রমিক নেয় না। মূলত পরকালের মুক্তি এবং মহান আল্লাহর সন্তোষ্টির উদ্দেশ্যেই আমি এই কাজ করি।
মন্তব্য করুন