ভিডিও সোমবার, ০৪ আগস্ট ২০২৫

বগুড়ার সারিয়াকান্দিতে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা : দোকানি গ্রেফতার

বগুড়ার সারিয়াকান্দিতে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা : দোকানি গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টায় আব্দুল কাদের প্রামানিক (৫৫) নামে এক দোকানিরক গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হরিণা মন্ডলপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। এ বিষয়ে শিশুটির বাবা বাদি হয়ে সারিয়াকান্দি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুর দুইটার দিকে ওই শিশু স্থানীয় কাদের প্রামানিকের দোকানে ললিপপ কিনতে যায়। এ সময় কাদের ওই শিশুকে চকলেট দেয়ার কথা বলে দোকানের ভিতরে ডেকে নেয়। এরপর দোকানের পাশের রুমে নিয়ে তাকে ধর্ষণচেষ্টা চালায়। পরে ওই শিশু চিৎকার শুরু করলে তাকে ছেড়ে দেয় কাদের। বাড়ি ফিরে শিশুটি ঘটনার বিষয়ে খুলে বলে।

তখন শিশুটির পরিবারের লোকজন কাদেরের বাড়িতে গেলে কাদের তাদের জানায় যে, এটি সে ভুলবসত করেছে। এরপর কাদের বাথরুমে যাওয়ার কথা বলে পালিয়ে যায়। পরে শিশুটির বাবা বাদি হয়ে সারিয়াকান্দি থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে গতকাল শনিবার রাতে কাদেরকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, বাদির মামলার ভিত্তিতে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে রোববার সকালে বগুড়া জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সবচেয়ে বড় ‘আনার’ বাগান দিনাজপুরে

বগুড়ার ধুনটে ভাতিজার ধর্ষণের শিকার স্ত্রীকে তালাক, ভাতিজা গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যায় দায়ে স্বামীর যাবজ্জীবন

বগুড়ার সারিয়াকান্দিতে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা : দোকানি গ্রেফতার

পঞ্চগড়ের বোদায় সেনাবাহিনীর অভিযানে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক

বগুড়ার শাজাহানপুরে পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধন