ভিডিও বুধবার, ১২ মার্চ ২০২৫

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই, ছবি: সংগৃহীত।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১২ মার্চ) স্থানীয় সময় সকাল ৯টা ৩১ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টা ৩১ মিনিটে) সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

তাঁর ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর সিঙ্গাপুর থেকে গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। সৈয়দ নাসিম মঞ্জুর জানান, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মঞ্জুর এলাহী কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। আজ সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজই তাঁর মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।১৯৪২ সালের ২৬ ফেব্রুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন সৈয়দ মঞ্জুর এলাহী। তিনি কলকাতার সেন্ট জাভিয়ার্স কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

আরও পড়ুন

চামড়া খাতের সফল ব্যবসায়ী সৈয়দ মঞ্জুর এলাহীর হাত ধরেই দেশে উৎপাদিত চামড়ার জুতা বিদেশে রপ্তানি শুরু হয়। এ ছাড়া তাঁর প্রতিষ্ঠান এপেক্স দেশের চাহিদা পূরণেও শীর্ষস্থানীয় পর্যায়ে রয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মঞ্জুর এলাহী ১৯৯৬ সালে ও ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়ত্বি পালন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতারের পর ধূমপান করলে শরীরে যেসব বিপদ ঘটে 

মসজিদে ৩ ভাইকে কুপিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

ধর্ষণ মামলার বিচার দ্রুত করতে আইনের সংশোধন হচ্ছে : আইন উপদেষ্টা

সেহরির খাবার তালিকায় যা যা রাখতে পারেন

সিলেটে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১