ভিডিও বুধবার, ১২ মার্চ ২০২৫

১৯ দেশের মিশন প্রধানদের ডেকেছে ইসি

১৯ দেশের মিশন প্রধানদের ডেকেছে ইসি, ছবি: সংগৃহীত।

১৯ দেশের মিশন প্রধানকে ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৭ মার্চ বেলা ১১টায় তাদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের ব্রিফিং করবে সাংবিধানিক এই সংস্থা। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। 

সম্প্রতি ইসি’র জারি করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। ইতিমধ্যে তাদের আমন্ত্রণও জানানো হয়েছে। ইসি’র আদেশে জানা যায়, আগামী ১৭ মার্চ বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে ঢাকায় অবস্থিত ১৯টি দেশের মিশন প্রধানদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের ব্রিফিং অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সাত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যেসব দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে- আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে মুক্তিপণ না পেয়ে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে অপহরণের পর হত্যা

বগুড়ার শিবগঞ্জে মেসার্স আয়েশা ব্রিকস ভেঙ্গে দেওয়া হয়েছে

বরগুনায় একই রাতে জোড়া খুন

ভারতের দিকে আসছে সাইক্লোন, ১৮ রাজ্যে সতর্কতা

করতোয়ায় চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব

বগুড়ার শেরপুরে পথরোধ করে টাকা ও মোবাইল ছিনতাই