ভিডিও মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

নাটোরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ 

নাটোরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : নাটোরের বড়াইগ্রামে প্রতিবন্ধী এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) দিবাগত রাতে বড়াইগ্রাম উপজেলার মুশিন্দা এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার মুশিন্দা এলাকার প্রতিবন্ধী কিশোরীকে মোবাইল ফোনে বাড়ির বাইরে ডেকে নেন প্রতিবেশী যুবক মনির হোসেন সরকার। পরে কিশোরীকে বাড়ির পাশে আমবাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে মনির হোসেনের সঙ্গে থাকা যুবক কামরুল ইসলাম। এ সময় ভুক্তভোগীর পরিবার মেয়েটিকে খোঁজাখুঁজির একপর্যায়ে আমবাগান থেকে উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে মুশিন্দা এলাকার মনির হোসেন সরকার, কামরুল ইসলাম ও মাহফুজ নামের তিন যুবককে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে মাহফুজকে ছেড়ে দেয় পুলিশ। বর্তমানে ভুক্তভোগী বড়াইগ্রাম থানায় রয়েছে। এই ঘটনায় তার বাবা বাদি হয়ে দুইজনকে আসামি করে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন

বড়াইগ্রাম থানা পুলিশের ওসি (ভারপ্রাপ্ত) মাহাবুর রহমান বলেন, এই ঘটনার থানায় একটি মামলা হয়েছে। দুইজনকে গ্রেপ্তার করা রয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরের নার্সারি থেকে মরিচের চারা কিনে দিশেহারা কৃষক

চট্টগ্রামে অস্ত্রসহ ৬ উপজাতি সন্ত্রাসী আটক

করতোয়া সম্পাদকের ব্যাংক চেক প্রত্যাখ্যানের মামলায় আসামির ছয় মাস জেল ও ৮ লাখ টাকা জরিমানা

বগুড়াসহ দেশের ১৬ ইউনিয়নে পাইলট প্রকল্প হিসেবে ওটিপি‘র মাধ্যমে চাল বিতরণ শুরু

নারায়ণগঞ্জে মিললো গাজীপুর সিটির বস্তাভর্তি এনআইডি কার্ড

বগুড়ার শিবগঞ্জে কৃষকের তিন হাজার বেগুন ও ৯শ’ কলাগাছ কর্তনের অভিযোগ