ভিডিও মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

করতোয়া সম্পাদকের ব্যাংক চেক প্রত্যাখ্যানের মামলায় আসামির ছয় মাস জেল ও ৮ লাখ টাকা জরিমানা

করতোয়া সম্পাদকের ব্যাংক চেক প্রত্যাখ্যানের মামলায় আসামির ছয় মাস জেল ও ৮ লাখ টাকা জরিমানা, ছবি সংগৃহীত

কোর্ট রিপোর্টার : দৈনিক করতোয়া’র সম্পাদকের কাছ থেকে কর্জ নিয়ে সেই টাকা পরিশোধের জন্য প্রদানকৃত ব্যাংক চেকে অপর্যাপ্ত তহবিলের কারণে চেক প্রত্যাখানের মামলার রায়ে অভিযুক্ত আসামি রুবি বেগমকে ছয় মাসের সশ্রম কারাদন্ড এবং ৮ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। রুবি বেগম বগুড়া শহরের ফুলবাড়ী মধ্যপাড়ার রেজাউল করিমের স্ত্রী।

আজ সোমবার বগুড়ার যুগ্ম দায়রা জজ আদালত নং-৩ ও অর্থঋণ আদালতের বিচারক মো. আহসান হাবিব এই মামলার রায় দেন।

উল্লেখ্য, শহরের চকযাদু রোডের দৈনিক করতোয়া’র সম্পাদক মোজাম্মেল হকের পক্ষে জেনারেল ম্যানেজার সৈয়দ শরীফ উদ্দিন আহমেদ এই মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, সাজাপ্রাপ্ত আসামির জামাতা পটুয়াখালীর গলাচিপা উপজেলার চারকাজলের আলী আকবর  হাওলাদারের ছেলে বর্তমানে শহরের ফুলবাড়ী মধ্যপাড়ায় বসবাসকারী ইরফানুল আলম শিমুল দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক মোজাম্মেল হকের ড্রাইভার থাকাকালে তার কাছ থেকে সাড়ে ৮ লাখ টাকা কর্জ হিসেবে গ্রহণ করেন।

আরও পড়ুন

ড্রাইভার শিমুল গ্রহণকৃত টাকার মধ্যে নিজে ২০১৮ সালে ৫০ হাজার টাকা প্রদান করেন এবং অবশিষ্ট ৮ লাখ টাকা পরিশোধের জন্য ড্রাইভার শিমুল তার শাশুড়ী রুবি বেগমের নামীয় ইসলামী ব্যাংক বগুড়া শাখার একটি চেক প্রদান করেন। রুবি বেগমের কথামত ওই চেকটি ব্যাংকে জমা দিলে চেকটি প্রত্যাখ্যান হয়। পরে রুবি বেগমের প্রতি দৈনিক ভোরের দর্পণ ও দৈনিক করতোয়া পত্রিকায় লিগ্যাল নোটিশ দেওয়ার পরেও আসামি টাকা পরিশোধ না করায় তার বিরুদ্ধে ওই মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন বাদি পক্ষে এড. মোজাম্মেল হক।

বিচরিক আদালতে মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে এপিপি এড. রেজানুর রহমান রেজা এবং আসামি পক্ষে এড. সৈয়দ নেছার আলম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরের নার্সারি থেকে মরিচের চারা কিনে দিশেহারা কৃষক

চট্টগ্রামে অস্ত্রসহ ৬ উপজাতি সন্ত্রাসী আটক

করতোয়া সম্পাদকের ব্যাংক চেক প্রত্যাখ্যানের মামলায় আসামির ছয় মাস জেল ও ৮ লাখ টাকা জরিমানা

বগুড়াসহ দেশের ১৬ ইউনিয়নে পাইলট প্রকল্প হিসেবে ওটিপি‘র মাধ্যমে চাল বিতরণ শুরু

নারায়ণগঞ্জে মিললো গাজীপুর সিটির বস্তাভর্তি এনআইডি কার্ড

বগুড়ার শিবগঞ্জে কৃষকের তিন হাজার বেগুন ও ৯শ’ কলাগাছ কর্তনের অভিযোগ