ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

ঠাকুরগাঁওয়ে পরকীয়ার জেরে গৃহবধূকে হত্যার অভিযোগে মামলা : গ্রেফতার ১

ঠাকুরগাঁওয়ে পরকীয়ার জেরে গৃহবধূকে হত্যার অভিযোগে মামলা : গ্রেফতার ১, প্রতীকী ছবি

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী থানার ভাতগাঁও পশ্চিমপাড়ায় ২ সন্তানের জননী রুমা আক্তারকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়। গতকাল শনিবার রুমার মা সদর উপজেলার ভাউলারহাট কাচনা গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী মোছা. রোকেয়া বেগম (৪৬) বাদি হয়ে রুমার স্বামী মো. দেলোয়ার হোসেনসহ (৩৭) ৫ জনের নাম উল্লেখ করে ভুল্লী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ১৪ বছর পূর্বে পারিবারিকভাবে রুমা ও দেলোয়ার হোসেনের বিয়ে হয়। তাদের পরিবারে মোছা. দোলা আক্তার (৯) ও রুমান (৬) নামে ২ সন্তান রয়েছে। কিন্তু বিয়ের পর থেকেই পরকিয়ার জেরে রুমা ও দেলোয়ারের পরিবারে অশান্তি লেগেই ছিল। মাঝে মধ্যেই ঝগড়া ও রুমাকে মারপিট করতো দেলোয়ার। গত শুক্রবার রুমাকে কোথাও খুঁজে না পেয়ে বিষয়টি তার জা জেলি আক্তার রুমার মাকে জানায়।

পরদিন গতকাল শনিবার দুপুর পর্যন্ত তার সন্ধান না পাওয়া গেলেও পরবর্তীতে বাড়ি থেকে আনুমানিক ৫শ’ গজ দূরে একটি ভুট্টা ক্ষেতে তার মরদেহ উদ্ধার করা হয়। রুমার পরিবার ধারণা করছে তাকে মারপিট ও শ্বাসরোধ করে হত্যা করে ভুট্টাক্ষেতে ফেলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এঘটনায় আসামিরা হলো- রুমার স্বামী ওই গ্রামের মো. হামিদুল ইসলামের ছেলে মো. দেলোয়ার হোসেন (৩৭), তার বাবা মো. হামিদুল ইসলাম (৬০), তার ভাই মো. জাহাঙ্গীর (৩৫), অপর ভাই মো. আব্দুর রাজ্জাক (২৬), সদর উপজেলার আকচা গ্রামের মো. ইয়াকুব আলীর ছেলে মো. ফারুক (২৮)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

ক্যাপিটাল সিরাজ ভবনের বেজমেন্টে ছিল সিলিন্ডার ও জেনারেটর-ফায়ার সার্ভিস

বগুড়ায় আ‘লীগ নেতা ডা মিল্লাতকে আটক করে ডিবিতে সোপর্দ করলেন এনসিপি নেতারা

বগুড়ার নন্দীগ্রামে চার কিলোমিটার কাঁচা রাস্তায় ভোগান্তি লাখো মানুষের

‘তুমি রবে নীরবে’ মিউজিক ভিডিওর দৃশ্যে সহশিল্পীর সঙ্গে মৌ

সাবলিা কী পারবনে