নওগাঁর বদলগাছীতে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ ইটভাটা ভেঙে দিলেন এসিল্যান্ড

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ইটভাটা ভেঙে দিলেন এসিল্যান্ড।
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি) মো. আতিয়া খাতুন গতকাল রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভান্ডারপুর-মিঠাপুর সড়কের পাশে চকের মাঠে তিন ফসলি জমিতে গড়ে তোলা অবৈধ ইটভাটা এসএফ ব্রিকস এসকেভেটর (ভেকু) মেশিন দিয়ে গুড়িয়ে দিলেন।
আরও পড়ুনইটভাটার মালিক উপজেলা ইটভাটা সমিতির সভাপতি এনামুল ও তার সহকারী ফেরদৌসের ২০ হাজার টাকা জরিমানা করেন। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছি এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মন্তব্য করুন