ভিডিও মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

পরকীয়ার কলহে ৮ মাসের সন্তানের হাত-পা ভেঙে দিলেন  মা

পরকীয়ার কলহে ৮ মাসের সন্তানের হাত-পা ভেঙে দিলেন  মা

নিউজ ডেস্ক:   পরকীয়া নিয়ে দাম্পত্য কলহের জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আট মাসের শিশুসন্তানের দুই হাত ও একটি পা ভেঙে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। ওই নারী বিরুদ্ধে এমন অভিযোগ তুলেন শিশুটির বাবা।

এ ঘটনায় রোববার (১৬ মার্চ) বিকেলে শিশুটির বাবা মো. আশরাফুল (৩৩) বাদী অভিযুক্ত মাসহ তিনজনের নামে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্তরা হলেন শিশুটির মা সুরিয়া (২৩), শিশুর নানি ময়না (৪৫) এবং নানা আবুল সর্দার (৫০)।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের আন্দারমানিক গ্রামের আমির হোসেনের ছেলে আশরাফুলের সঙ্গে জামপুর ইউনিয়নের শেখের হাট গ্রামের আবুল সর্দারের মেয়ে সুরিয়ার পাঁচ বছর আগে বিয়ে হয়। সংসার জীবনে তাদের দুটি পুত্রসন্তান রয়েছে। তারা হলো চার বছর বয়সী সামির আহমেদ ও আট মাসের সিজান আহমেদ। সুরিয়া পরকীয়ায় লিপ্ত হওয়ার পর দাম্পত্য জীবনে কলহ দেখা দেয়। এ নিয়ে স্বামী-স্ত্রী মধ্যে প্রায়ই ঝামেলা হতো। এরই জের ধরে বৃহস্পতিবার (১৩ মার্চ) আট মাসের সন্তান সিজান আহমেদের দুটি হাত ও বাম পা ভেঙে দিয়ে বাবার বাড়ি পালিয়ে যান অভিযুক্ত সুরিয়া। এরপর থেকে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি।

আরও পড়ুন

 

শিশুটির বাবা আশরাফুল  বলেন, ‘আমার স্ত্রী প্রায় সময়ই রাতে আমাকে না জানিয়ে বাসা থেকে বের হতো। কয়েক ঘণ্টা সময় কাটিয়ে বাসায় ফিরতো। ছোটখাটো যে কোনো বিষয় নিয়ে তার সঙ্গে একটু তর্কবিতর্ক হলে আমার গায়ে হাত তুলতো। তবুও সন্তানদের মুখের দিকে তাকিয়ে কিছু বলিনি। এখন দেখি সুযোগ পেলে আমার সন্তানদের মেরেও ফেলতে পারে সে। তাই আমাদের নিরাপত্তার জন্য থানায় অভিযোগ করেছি।’

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, শিশুটির প্রতি অমানবিক আচরণ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিল্মফেয়ারে ‘ট্র্যাডিশনাল কুইন’ জয়া আহসান

রাজবাড়ীতে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ক্রিকেটার সাকিবের সঙ্গে তুলনায় আপত্তি হামজার

বগুড়ায় দুই শি শু ধ-র্ষ-ণ, অভি.যুক্ত নুরু গ্রে-প্তা-র | Daily Karatoa

ডিএনএ ছাড়াই ধর্ষ-ণের বি-চার করতে পারবে আদালত: আইন উপদেষ্টা | Asif Nazrul | Daily Karatoa

শাকিব খানের সিনেমায় অফার পেলে কী করবেন তাসকিন? | Shakib Khan | Taskin Ahmed | Daily Karatoa