সিরাজগঞ্জে ডাকাত সর্দার গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি : র্যাব-১২ গতকাল সোমবার বিকেলে সিরাজগঞ্জের পূর্ণবাসন এলাকায় ডাকাতি করার গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালায়। এসময় ঘটনাস্থল আসরাফ আলীর বাড়িতে র্যাব পৌঁছা মাত্র কয়েকজন ডাকাত পালিয়ে গেলেও একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আশরাফ আলী (৩৭) সয়দাবাদ পুনর্বাসন এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। র্যাব-১২ জানায়, তার বাড়ি হতে ২টি গ্যাসগানে ব্যবহৃত সেল, সিলিং ফ্যান ৭টি, মোটোরলা নষ্ট ওয়াকিটকি ১টি, ২টি ছোরা , ২টি হাসুয়া , ২টি র্যাদ , ২টি স্ক্রু ডাইভার, ১টি টেস্টার, ২টি কাটিং প্লায়াস, ০১টি খুর, ০১টি মোটরসাইকেল চুরির মাস্টার কি, ০১ হর্সের মোটর, ০১ টি ০২ হর্স পাওয়ারের সাব মার্সেবল পাম্প, লোহাকাটা গ্রান্ডিং মেশিন ০১টি, ডাকাতির বিভিন্ন মালামালসহ ১টি মোটরসাইকেল উদ্ধার করে।
র্যাব-১২ সূত্রে প্রকাশ, ধৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, অজ্ঞাত ৭/৮ জনসহ তারা প্রত্যেকেই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা দেশের বিভিন্ন স্থানে গিয়ে ডাকাতি করে আসছিলো।
আরও পড়ুনগ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে, দীপংকর ঘোষ অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার র্যাব-১২, সদর কোম্পানি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।
মন্তব্য করুন