খিলক্ষেতে শিশুকে ধর্ষণের অভিযুক্তকে পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে গণপিটুনি

মফস্বল ডেস্ক: রাজধানীর খিলক্ষেতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। পরে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে অভিযুক্তকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা।
মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গণপিটুনির ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, ভুক্তভোগী ওই শিশু বাড়িতে এ বিষয়ে কিছু বলতে পারছিলো না। পরে হাসপাতালে নিয়ে গেলে ধর্ষণের শিকার হয়েছে বলে জানায় শিশুটি। এরপর, রাতে খিলক্ষেত এলাকা থেকে অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশ। তাকে থানায় নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী গণপিটুনির শিকার হয় অভিযুক্ত। অভিযুক্ত কিশোরের অবস্থা আশঙ্কাজনক। তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আরও পড়ুনঘটনাস্থলে পৌঁছে দেখা গেছে, পুলিশের গাড়ির ওপরে উঠে অভিযুক্ত কিশোরকে মারছে উত্তেজিত জনতা। এসময় পুলিশের গাড়িটিও ভেঙে দেয় তারা। পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। উত্তেজিত জনতাকে শান্ত করে কিশোরকে উদ্ধার করে তারা। ভুক্তভোগী শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
মন্তব্য করুন