ভিডিও বুধবার, ১৯ মার্চ ২০২৫

বগুড়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের জেলা জজ আদলত গেটে অবস্থান, ছয় দফা দাবি

বগুড়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের জেলা জজ আদলত গেটে অবস্থান, ছয় দফা দাবি। ছবি : দৈনিক করতোয়া

কোর্ট রিপোর্টার : একটি রিট মামলার আদেশকে কেন্দ্র করে বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট’র শিক্ষার্থীরা আজ বুধবার (১৯ মার্চ) দুপুরের দিকে বগুড়া জেলা জজশিপের আদালতের প্রধান ফটকে প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন। এসময় শিক্ষার্থীরা প্রধান ফটকের প্রবেশ পথের মাটিতে বসে পড়ে অবস্থান নেন। ওই কর্মসূচি চলাকালে আদালতের সামনের রোমেনা আফাজ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

এসময় ওই শিক্ষর্থীদেরকে শান্ত করার জন্য এবং আদালত এলাকায় প্রবেশ না করার জন্য কোর্ট ইন্সপেক্টর মোসাদেক হোসেন আহবান জানান এবং কোর্ট এলাকায় নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেন। শিক্ষার্থীদের ওই কর্মসূচি চলাকালে জেলা জজশিপ আদালত চত্বরে আদালতসমূহে বিচার প্রার্থী এবং জনসাধারণের চলাচলের পথ বন্ধ হয়ে যায়। সংবাদ পেয়ে শিক্ষার্থীদের শান্ত করার জন্য বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও বগুড়ার জিপি এড. শফিকুল ইসলাম টুকু, বগুড়া জেলা এ্যাডভোকের্টস্ বার সমিতির সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম। এরপর ওই শিক্ষার্থীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যান।

আরও পড়ুন

শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে-জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদেও শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা প্রকৌশলী ডিগ্রি বাধ্যতামূলক করা, ক্রাফট ইন্সট্রাক্টর পদসহ দেশের কারিগরি সকল পদগুলোতে শিক্ষিত জনবল নিয়োগ দেওয়া, কারিগরি (পলিটেকনিক ছাত্রদের জন্য) সকল বিভাগীয় শহরগুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করা, ডিপ্লোমা প্রকৌশলীদের প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ, কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় পর্যায়েও ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ এবং জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে শতকরা ৩০ ভাগ ক্রাফট ইন্সট্রাক্টর কোটা বাতিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ৫০ বছর পর মাস্টার ড্রেনের কাজ শুরু

বাংলাবান্ধায় বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না : সাবেক এমপি লালু

রংপুরে পুলিশের নামে চাঁদা দাবি মামলায় অমিত রিমান্ড শেষে কারাগারে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একাধিক ডাকাতি মামলার আসামি বাবু মিয়া গ্রেফতার

গোল ডটকমের সেরা তরুণের তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান