রংপুরের গঙ্গাচড়ায় চরাঞ্চলে বেড়েছে ভুট্টার চাষাবাদ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তার চরাঞ্চলে ব্যাপক ভুট্টার চাষ হয়েছে। এ উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়ন নদী বিধ্বস্ত। ৭ ইউনিয়নের চরাঞ্চলে চাষিরা তাদের জমিতে বিভিন্ন জাতের ভুট্টার চাষাবাদ করেছেন।
এছাড়া এবছর চরাঞ্চলে বন্যার কারণে বিভিন্ন ফসলের ক্ষতি হলেও ভুট্টা চাষের মাধ্যমে সে ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করছেন তারা। বন্যার পানিতে পলি জমে চরাঞ্চলের জমি বেশি উর্বর হওয়ায় ভুট্টার ফলন ভালো হয় বলে জানান চাষিরা। ভুট্টাকে ঘিরে নদী গর্ভে নিঃস্ব হওয়া হাজার হাজার মানুষের মুখে এখন সুখের হাসি।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর ২ হাজার ৪শ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। এর মধ্যে চরাঞ্চলেই প্রায় ১৫শ হেক্টর। সরেজমিন উপজেলার চর মহিপুর, ইচলি, চর চিলাখাল, মটুকপুর, জয়রামওঝা, ছালাপাক চর সহ উপজেলার বিভিন্ন চর ঘুরে দেখা যায়। কেউ ভুট্টার গাছে সেচ দিচ্ছে, কেউবা আগাছা পরিস্কার করছে।
উপজেলার কোলকোন্দ ইউনিয়নের চর মটুকপুর এলাকার চাষি রফিকুল ইসলাম (৫৫) জানান, এবারে তিনি প্রায় ৩ একর জমিতে ভুট্টার চাষ করেছেন। এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় ১ লক্ষ ৫০ বাজার টাকা। ভুট্টা উঠানো পর্যন্ত আরও খরচ হবে ৫০ হাজার টাকা। মোট খরচ হবে প্রায় ২ লক্ষ টাকা। ভুট্টার ফলন যেভাবে হয়েছে তাতে তিনি প্রায় ৩’শ থেকে ৪’শ মণ ভুট্টার আশা করছেন।
আরও পড়ুনবাজারদর ভালো থাকলে লক্ষাধিক টাকা লাভের আশা করছেন এ চাষি। তবে তিনি অভিযোগ করে বলেন, বীজ, সার ও কীটনাশকসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসের দাম হাতের লাগালে থাকলে দ্বিগুন লাভ হতো বলে জানান তিনি।
উপজেলার লক্ষীটারী ইউনিয়নের চর মহিপুর এলাকার ভুট্টা চাষি আফতাব (৩৫) জানান, বন্যার ক্ষতি পুষিয়ে নেয়ার স্বপ্নে ভুট্টা চাষ করেছেন। ভুট্টার বাম্পার ফলনে তার মুখে হাসির ঝিলিক দেখা যায়। ভুট্টার বাজারদর ভালো, ও আবহাওয়া অনুকূলে থাকলে লাভের আশা করছেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় ভুট্টার চাষ হয়েছে। এর মধ্যে চরাঞ্চলে বেশিরভাগ ভুট্টার চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবারে ভূট্টার ফলন অনেক ভালো দেখা যাচ্ছে। মৌসুমে ভুট্টার বাজারদর ভালো থাকলে ভুট্টা চাষিরা অনেক লাভবান হবেন বলে জানান তিনি।
মন্তব্য করুন