ভিডিও বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

ভিপি সাইফুলের উদ্যেগে ছাগল ও অর্থ বিতরণ

জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না : সাবেক এমপি লালু

জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না : সাবেক এমপি লালু। ছবি : দৈনিক করতোয়া

খালেদা জিয়ার সুস্থতা, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত এবং জিয়া পরিবারের কল্যাণ কামনায় দুঃস্থ মানুষের মাঝে ছাগল, নগদ অর্থ ও ইফতার বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (১৯ মার্চ) বিকেলে গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউানয়নের হাজী বিবি হায়াতুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা মাঠে বগুড়া জেলা বিএনপি’র সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত এবং জিয়া পরিবারের কল্যাণ কামনায় এসব বিতরণ করেন প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।

এতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি’র সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওয়াহিদ মুরাদ, জেলা বিএনপি নেতা ফারুকুল ইসলাম ফারুক, সৈয়দ আব্দুল গফুর দারা, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, হাসানুজ্জামান পলাশ, সোহেল রানা সুমন, রুহুল আমিন সুমন, আতিকুল হোসেন বিপুল, আল-আমিন কিসু প্রমুখ।

প্রধান অতিথি হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বিএনপি সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকার সময় গ্রামে-গঞ্জের বিভিন্ন জায়গায় অসহায় মানুষের মাঝে খালেদা জিয়া ও তারেক রহমান ছাগল, হাঁস, মুরগি ও গরু বিতরণ করেছেন। তারেক রহমান দেশের উন্নয়নে গ্রামে গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছেন। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে আবারও আগের মতো আপনাদের মাঝে আসবেন তারেক রহমান।

আরও পড়ুন

তিনি আরও বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে না। আগামীতে আর কোনো ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রীও স্বৈরাচার হয়ে উঠতে পারবেন না।

ছাত্র-জনতার অভ্যুত্থানে হাজার হাজার মানুষকে হত্যা করলেও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে কোনো অনুশোচনা বা অনুতাপ নেই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নিয়েছে, সেখানে বিএনপি ঘোষিত ৩১ দফার সঙ্গে অনেকটাই মিল রয়েছে। জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে যৌক্তিক সমাধান জরুরি

সিরাজগঞ্জে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৭

পাবনার সুজানগরে ৬ হাজার টিউবওয়েল অচল, বিশুদ্ধ পানির সংকট তীব্র

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন লাখ টাকা জরিমানা

নীলফামারীর কিশোরগঞ্জে তিন প্রতারক গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজির অভিযোগে মামলা