ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজির অভিযোগে মামলা

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জে ১ লাখ টাকা চাঁদা দাবি করে মারপিট ও হুমকি প্রদানের অভিযোগে মামলা দায়ের করা হয়। গতকাল মঙ্গলবার শীবগঞ্জ রাজ্জাক স্পেশালাইজড কোল্ড স্টোরেজের ম্যানেজার বিশ্বনাথ সরকার বাদি হয়ে সদর থানায় এ মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, দীর্ঘদিন যাবৎ মামলার আসামি শীবগঞ্জ সারালী গ্রামের এনামুল হকের ছেলে মো. রাসেল ইসলাম (২৮) ও একই এলাকার শামসুল হকের ছেলে পিন্টুসহ ৩/৫ জন বিদ্যানাথ সরকারের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।
আরও পড়ুনএ অবস্থায় গত ৮ মার্চ বিকেলে আসামিরা কোল্ড স্টেরেজের ভেতরে প্রবেশ করে পুনরায় ১ লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় বিদ্যানাথ চিৎকারের চেষ্টা করলে আসামিরা গলায় চাকু ঠেকিয়ে চাঁদার টাকা এক ঘন্টার মধ্যে দিতে হবে উল্লেখ করে বিভিন্ন হুমকি প্রদান করে। পরবর্তীতে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়।
মন্তব্য করুন