ভিডিও শুক্রবার, ২১ মার্চ ২০২৫

ঈশ্বরদীতে বাস ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত

ঈশ্বরদীতে বাস ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত, ছবি সংগৃহীত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে একই পরিবারের স্বামী, স্ত্রী ও শিশু সন্তান রয়েছে। দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুরে মল্লিকা এগ্রো ফুডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- ঈশ্বরদী উপজেলার দিয়ার বাঘইল গ্রামের মৃত বাবু প্রামাণিকের ছেলে মোঃ রাব্বী (৩৫), তার স্ত্রী মোছাঃ মুক্তা (২৫) ও তাদের শিশু সন্তান মোস্তাকিম (১৮ মাস)। এছাড়াও ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার রতিডাঙা গ্রামের আশরাফুলের ছেলে রাতুল (৩০) এবং সিএনজি চালক তোহা। অপরদিকে গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিষয়টির নিশ্চিত করে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, যাত্রীবাহী বাসটি পাবনা থেকে ঈশ্বরদীর দিকে আসছিল। আর সিএনজি চালিত অটোরিকশাটি ঈশ্বরদী থেকে পাবনার দিকে যাচ্ছিল। এই সময় বাস-সিএনজিটি ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। পরে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে বাসের ধাক্কায় নিহত মোটরসাইকেলে আরোহী

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ নিহত ২

চকবাজারে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে গণপিটুনি, একজনের মৃত্যু

কুমিল্লায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক গ্রেফতার

আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না: জামায়াতের আমির

আমিরাতে ২৫ ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড