ভিডিও শুক্রবার, ২১ মার্চ ২০২৫

সিরাজগঞ্জে ছাত্রদল নেতা নিহতের ঘটনায় বিএনপির দুই নেতার পদ স্থগিত

সিরাজগঞ্জে ছাত্রদল নেতা নিহতের ঘটনায় বিএনপির দুই নেতার পদ স্থগিত, প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত হওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যে বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় দুই নেতার পদ স্থগিত করা হয়েছে। জেলা বিএনপির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদ স্থগিত হওয়া নেতারা হলেন, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জনি সাইদুল ও সাবেক সদস্য সচিব মঞ্জু রহমান মঞ্জু শিকদার।  

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এনায়েতপুরে বালুমহাল ও ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতা কবির হোসেনের নিহতের ঘটনায় প্রাথমিক পর্যায়ে নাম আসায় থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জনি সাইদুল ও সাবেক সদস্য সচিব মঞ্জু রহমান মঞ্জু শিকদারের প্রাথমিক সদস্য পদসহ সব পদ স্থগিত করা হলো। এছাড়া ঘটনার তদন্তে জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের কমিটি করা হয়।

আরও পড়ুন

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় এনায়েতপুরের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির  দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত আটজন আহত হন। পরদিন বুধবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন। এ হত্যাকান্ডের প্রতিবাদে রাতেই এনায়েতপুর থানার কেজির মোড় এলাকায় দোষীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেন নেতা-কর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার হকার্স মার্কেটে মিলছে ‘হেনা জামা’ | Eid Shopping | Eid Market | Bogura | Daily Karatoa

আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই : প্রধান উপদেষ্টা

বিচারের পর আ.লীগকে জনগণ সুযোগ দিলে বিএনপির বলার কিছু নেই : রিজভী

গোয়ালন্দে বাসের ধাক্কায় নিহত মোটরসাইকেলে আরোহী

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ নিহত ২

চকবাজারে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে গণপিটুনি, একজনের মৃত্যু