ভিডিও শুক্রবার, ১১ জুলাই ২০২৫

পরিবারের সাথেই জন্মদিন উদযাপন করবো :পূর্ণিমা

চিত্রনায়িকা পূর্ণিমা ।

বিনোদন ডেস্ক : নব্বই দশকের শেষপ্রান্তে এসে নায়িকা হিসেবে তার অভিষেক হয়। জাকির হোসেন রাজু পরিচালিত 'এ জীবন তোমার আমার' সিনেমাতে নায়ক রিয়াজের বিপরীতে অভিনয়ের মধ্যদিয়েই চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়। এরপর একে একে বহু সিনেমায় অভিনয় করে তিনি দর্শকের প্রিয় নায়িকায় পরিণত হন। তিনি চিত্রনায়িকা পূর্ণিমা । যার রূপ-সৌন্দর্য এখনো বিশেষত তার সহশিল্পী নায়িকাদের কাছে ঈর্ষারও বটে। নায়িকা হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হয়েছেন। আজ তার জন্মদিন। জন্মদিন'সহ আনুষাঙ্গিক নানান বিষয়ে কথা হলো তার সঙ্গে । কেমন আছেন? কোথায় আছেন?
বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আছি ঢাকাতেই। জন্মদিনের সময়টায় আসলে আমি দেশেই থাকি ।
বিশেষ কোনো পরিকল্পনা আছে কী জন্মদিন নিয়ে?

সত্যি বলতে কী জন্মদিন নিয়ে কিন্তু আমার অভিনয় জীবনের পুরোটা সময়ে খুউব বেশি যে আয়োজন করে উদযাপন করা হয়েছে, এমনটি নয় । মাঝে মধ্যে আয়োজন করে তা উদযাপন করেছি, তাও খুউব কম। যথারীতি এবারও কোনো আয়োজন নেই। তবে পরিবারের সঙ্গে জন্মদিনের সময় কাটবে। বাকীটা আসলে জানি না। অনেক সময় পরিবারের সদস্যরাও সারপ্রাইজ দেয়। সে বিষয়ে আগে থেকে আমি ওয়াকিবহাল থাকি না। যেমনটা এবারের জন্মদিনেও আমার কিছুই জানা নেই । তবে শুধু এতোটুক চাই, সবার দোয়া চাই আল্লাহ যেন সুস্থ রাখেন ভালো রাখেন ।
আপনিতো অনেক ব্যবসা সফল সিনেমাতে অভিনয় করেছেন । এই সময়ে এসে কম দেখা যাচ্ছে সিনেমায় ..

আমার মতে আমার প্রথম ব্যবসা সফল সিনেমা 'যোদ্ধা' । এছাড়াও আমার নিজের ভালোলাগার সিনেমার মধ্যে রয়েছে নায়ক রাজ রাজ্জাক আঙ্কেল পরিচালিত 'সন্তান যখন শত্রু': প্রেমের নাম বেদনা'সহ 'সুলতান',' পিতা মাতার আমানত', ‘মনের মাঝে তুমি', 'শাস্তি', 'সুভা', 'বিয়ের প্রস্তাব',' লোভে পাপ পাপে মৃত্যু', 'হৃদয়ের কথা', 'ওরা আমাকে ভালো হতে দিলো না' ইত্যাদি। এরমধ্যে 'ওরা আমাকে ভালো হতে দিলো না' র জন্য আমি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাই। এটি নির্মাণ করেছিলেন শ্রদ্ধেয় কাজী হায়াৎ আঙ্কেল ।

সিনেমাতে কাজ করার শুরুর দিকে আপনি নাটকেও অভিনয় করেছিলেন....

সিনেমাতে অভিনয়ের শুরুর সময়েই পূর্ণিমা রেজানুর রহমানের নির্দেশনায় শহীদুজ্জামান সেলিম ভাইয়ের বিপরীতে একটি নাটকেও অভিনয় করেছিলাম। তবে যখন সিনেমাতে বেশি ব্যস্ত হয়ে উঠি তখন আর নাটকে কাজ করার সুযোগ ছিলো না। একের পর এক সিনেমাতেই কাজ করতে হয়েছে। তবে বহু বছর পর কয়েক বছর আগে কয়েকটি নাটকে অভিনয় করেছি। অপূর্ব', মোশাররফ করিম ভাই'সহ আরো বেশ কয়েকজনের বিপরীতে।

সিনেমাতেও আপনি অনেক নায়কের বিপরীতে অভিনয় করেছেন...

আরও পড়ুন

সিনেমাতে আমার শুরুটা নায়ক রিয়াজের বিপরীতে। এরপর মান্না ভাই, রুবেল ভাই, ফেরদৌস, আমিন খান ভাই, অমিত ভাইসহ শাকিব খানের বিপরীতেও অভিনয় করেছি। নাটকের কথা যদি আরো বলি তাহলে বলতে হয় রাইসুল ইসলাম আসাদ ভাই, আফজাল হোসেন ভাই, শহীদুজ্জামান সেলিম ভাই, জাহিদ হাসান ভাই, মাহফুজ আহমেদ ভাই, মোশাররফ করিম ভাই, চঞ্চল ভাইয়ের বিপরীতেও অভিনয় করা হয়েছে। সিনেমার মতো নাটকেও অনেক সাড়া পেয়েছি ।
আপনার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা কোনটি?

ছটকু আহমেদ ভাই পরিচালিত 'আহারে জীবন' সিনেমাটি আমার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। এরপর আর কোনো সিনেমা মুক্তি পায়নি ।
দেখতে দেখতে অভিনয় জীবনের রজত জয়ন্তীও পার করেছেন। বিশেষত কাদের প্রতি আপনি কৃতজ্ঞ?
শুরুতেই আল্লাহর কাছে অসীম শুকরিয়া আদায় করছি। সেইসাথে আমার প্রতিটি সিনেমার প্রযোজক, পরিচালক, সহশিল্পী, টেকনিসিয়ান'সহ বাংলাদেশের সকল দর্শকের প্রতি এবং সর্বোপরি সাংবাদিক ভাই বোনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। অবশ্যই আজীবন আমি আমার মায়ের কাছে কৃতজ্ঞ থাকবো । কারণ তিনি তাগিদ দিয়েছিলেন বলেই আমি কাজ করেছি এবং আজকের পূর্ণিমা হয়েছি। দীর্ঘ ২৫ বছরের অভিনয় জীবনে উত্থান-পতনতো ছিলোই। একটা সময় এসে আমি হতাশও হয়ে গিয়েছিলাম । কিন্তু পরবর্তীতে উপস্থাপনা দিয়ে আলোচনায় এসে আবারো আমি আমার পূর্বের অবস্থানে ফিরে আসি । আমি আমার দর্শক ভক্তের প্রতি সত্যিই বিশেষভাবে কৃতজ্ঞ । নায়ক রাজ রাজ্জাক আঙ্কেল আমাকে নিয়ে দু'টি সিনেমা নির্মাণ করেছিলেন। সেই সময়টায় তিনি আমাকে নিয়ে যে ড্রাইভ দিয়েছিলেন, এ জন্য তার কাছে ঋণী।

বেশ কয়েকটি সিনেমা এখনো মুক্তির অপেক্ষায়..

নঈম ইমতিয়াজ নেয়ামুলের 'গাঙচিল' সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। এতে আমার বিপরীতে ছিলেন ফেরদৌস। এই সিনেমাটি ছাড়া আপাতত আর কোনো সিনেমা মুক্তির প্রতীক্ষা নেই । আর অবশ্যই আমি ভালো গল্পে সুন্দর চরিত্রে কাজ করতে চাই । সেইসাথে ভালো ভালো প্রোডাক্টের বিজ্ঞাপনেও। কারণ অভিনয়ই আমার পেশা। আজীবন অভিনয়ের সাথেই নিজেকে সম্পৃক্ত রাখতে চাই। দর্শকের প্রতি কৃতজ্ঞ যে তারা আমাকে এখনো পর্দায় দেখার ব্যাপারে ভীষণ আগ্রহী, তারাই আমাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা দেন ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবারের সাথেই জন্মদিন উদযাপন করবো :পূর্ণিমা

জবির ভূমিদাতা কিশোরী লাল রায়ের শততম মৃত্যুবার্ষিকীতে ছাত্রদল নেতা রবিউলের উদ্যোগে প্রার্থনা সভা

বগুড়া প্রেস ক্লাবের নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বগুড়ার শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা আরেফিন গ্রেফতার

বগুড়ায় ধর্ষণের মামলায় কৃষি কর্মকর্তা জেলহাজতে

সাত মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু