ভিডিও রবিবার, ১১ মে ২০২৫

রংপুরের কাউনিয়ায় পাঁচ বছর পর কবর থেকে মাংস বিক্রেতার লাশ উত্তোলন

রংপুরের কাউনিয়ায় পাঁচ বছর পর কবর থেকে মাংস বিক্রেতার লাশ উত্তোলন, প্রতীকী ছবি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় মারা যাওয়ার পাঁচ বছর পর কবর থেকে মাংস বিক্রেতা মনজুম আলী (৫২) লাশ উত্তোলন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেমের উপস্থিতিতে উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামে পাবলিক কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করে সিআইডি।

নিহত মনজুম আলী হারাগাছ নাজিরদহ গ্রামের মৃত ফজল উদ্দিনের ছেলে।মনজুমকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ এনে তার ছোট ভাই মনিরুজ্জামান (৩০) বাদি হয়ে ২০২৩ সালের সেপ্টেম্বরে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।

আদালতের নির্দেশে মামলাটির তদন্ত পায় সিআইডি। মামলার তদন্তের স্বার্থে এবং মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে আদালতের নির্দেশে আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মনজুমের মরদেহ উত্তোলন করা হয়।

মামলার বাদি মনিরুজ্জামান বলেন, ঘটনার আগে আমার ভাই আসামিদের কাছে পাওনা টাকা চাইতে যায়। টাকা চাওয়ায় আসামিরা আমার ভাইয়ের ওপর ক্ষিপ্ত হয়। পরে পাওনা টাকা চাওয়াকে ২০২০ সালের ১৯ জানুয়ারি রাতে আসামিরা পরিকল্পিতভাবে ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে একতা ব্রিজের পাশে তিস্তার শাখা নদীর কাছে হত্যা করে।

আরও পড়ুন

পরে রাতে লোকজনের মাধ্যমে খবর পেয়ে তিনি গ্রামের কয়েকজন নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে তাকে জানানো হয় তার ভাই জুয়া খেলার সময় লোকজনকে দেখে পালাতে গিয়ে তিস্তার শাখা নদী ডুবে মারা গেছে। পরে খোঁজ খবর নিয়ে তিনি জানতে পারেন তার ভাই পানিতে ডুবে মারা যায়নি। তাকে হত্যা করে দুর্ঘটনা বলে প্রচার করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ এসেছিল কিন্তু সেই সময় নিহতের পরিবার অভিযোগ করতে রাজি হয়নি। অথচ ঘটনার চারবছর পর বাদি প্রতিহিংসার আক্রোশে মামলা দায়ের করেছে। তারা বলেন, মামলায় মৃত্যুর তারিখ উল্লেখ করা হয়ে ১৯ জানুয়ারি ২০২০ অথচ ইউনিয়ন পরিষদে মৃত্যু নিবন্ধনে উল্লেখ আছে ১৪ এপ্রিল ২০২০। তাহলে কোনটি সঠিক।

মামলার তদন্তকারী রংপুর সিআইডির এসআই গোলাম মাওলা রাব্বি বলেন, বাদি তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনে উপজেলার নাজিরদহ গ্রামের ৯জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করেন। মামলার তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করা হয়েছে। হাসপাতালের মর্গে ফরেনসিক পরীক্ষা শেষে মরদেহ আবার কবরস্থ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় দস্যুতা ও প্রতারণা মামলার আসামিসহ গ্রেফতার চার

বগুড়ার গাবতলীর পদ্মপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন দেশ সেরা

বগুড়ার দুপচাঁচিয়ায় ছাত্রলীগ সমর্থক সজিবের বিরুদ্ধে নাশকতা মামলা, জুলাই গেজেটে নাম প্রকাশ

অবশেষে নিষিদ্ধ হলো আওয়ামী লীগ

বগুড়ার শেরপুরে কৃষকের ভুট্টা লুটের অভিযোগ

সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সূর্য দহনে পুড়ছে রাজশাহী