ভিডিও শুক্রবার, ১১ জুলাই ২০২৫

অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার

বগুড়ার শিবগঞ্জে আ’লীগের সাবেক সভাপতি আজিজুলের চার বছর কারাদন্ড

বগুড়ার শিবগঞ্জে আ’লীগের সাবেক সভাপতি আজিজুলের চার বছর কারাদন্ড, ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : বগুড়ার শিবগঞ্জে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) সাবেক সভাপতি আজিজুল হককে চার বছর সশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। গত বুধবার দুপুরে বগুড়ার বিদ্যুৎ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট এজিএম মনিরুল হাসান সরকার এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আজিজুল অনুপস্থিত ছিলেন। দন্ডাদেশ প্রাপ্ত আজিজুল হক বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরের (পৌর এলাকার) বানাইল এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে।

বগুড়ার বিদ্যুৎ আদালতের পেশকার সৈয়দ শফিউল আলম রায় প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলায় বলা হয়, গত বছরের ১১ নভেম্বর দুপুরে পৌর এলাকার বানাইল কলেজ পাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মিটার পরিদর্শনে দেখতে পান আজিজুল হক তার নিজ বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে আনুমানিক ১৮ মাস ধরে অবৈধভাবে ১১টি ফ্যান, ২৯টি লাইট, দু’টি ফ্রিজ, একটি টিভি, একটি এসি, একটি রাইস কুকার ও একটি পানির পাম্পে বিদ্যুৎ ব্যবহার করে ১১ লাখ ৩২ হাজার ৫৮৪ টাকা অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের ফলে সরকারি রাজস্ব ক্ষতি সাধন করেছেন।

আরও পড়ুন

এ ঘটনায় শিবগঞ্জ উপজেলা নেসকো’র বিদ্যুৎ সরবরাহ এলাকার সহকারী প্রকৌশলী বেলায়েত হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেন। বিদ্যুৎ আদালতে বুধবার ওই মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে এই রায় ঘোষণা করা হয়। 
বিদ্যুৎ আদালতের পেশকার সৈয়দ শফিউল আলম জানান, আসামি পলাতক থাকায় যেদিন গ্রেফতার বা আত্মসমর্পণ করবে সেদিন থেকে রায় কার্যকর করা হবে। তবে বর্তমানে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ৫ আগস্টের পর থেকে আজিজুল হক পলাতক রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে হত্যা ও নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে প্রায় ৯/১০টি মামলা রয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবারের সাথেই জন্মদিন উদযাপন করবো :পূর্ণিমা

জবির ভূমিদাতা কিশোরী লাল রায়ের শততম মৃত্যুবার্ষিকীতে ছাত্রদল নেতা রবিউলের উদ্যোগে প্রার্থনা সভা

বগুড়া প্রেস ক্লাবের নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বগুড়ার শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা আরেফিন গ্রেফতার

বগুড়ায় ধর্ষণের মামলায় কৃষি কর্মকর্তা জেলহাজতে

সাত মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু