বগুড়ার শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা আরেফিন গ্রেফতার
 10.07.25_original_1752162859.jpg)
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : সন্ত্রাসী, অপহরণ, ছিনতাইসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) সাংগঠনিক সম্পাদক আরেফিনকে (২২) গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার বি-ব্লক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনশাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আরেফিনের বিরুদ্ধে সন্ত্রাসী, অপহরণ, ছিনতাইসহ বেশকিছু অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
মন্তব্য করুন