ভিডিও বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

রাজশাহীর চারঘাটে নকল ব্র্যান্ডে পানি উৎপাদন করায় জরিমানা

রাজশাহীর চারঘাটে নকল ব্র্যান্ডে পানি উৎপাদন করায় জরিমানা। প্রতীকী ছবি

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলায় নকল ব্র্যান্ড, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও ব্যাটারী পানি উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (৯ জুলাই) উপজেলার হলিদাগাছী এলাকায় অভিযানটি পরিচালনা করে বিএসটিআই-এর বিভাগীয় কার্যালয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল ফেরদৌস। এছাড়া বিএসটিআই-এর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের প্রকৌশলী জুনায়েদ আহমেদ ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি জানান, ইমরান পিওর ড্রিংকিং ওয়াটার’ নামের প্রতিষ্ঠানটি বিএসটিআই’র অনুমোদন বা মানসনদ না নিয়েই খাবার পানি (জার) এবং ব্যাটারি পানি উৎপাদন ও বাজারজাত করছিল। প্রতিষ্ঠানটিতে কোনো কেমিক্যাল বা মাইক্রো বায়োলজিক্যাল পরীক্ষাগার ছিল না, এমনকি প্রয়োজনীয় যন্ত্রপাতিও ছিল না। ফলে উৎপাদিত পানির টিডিএস মাত্রা ছিল অত্যন্ত বেশি, যা ব্যাটারিচালিত যন্ত্রপাতির জন্য মারাত্মক ক্ষতিকর।

আরও পড়ুন

তাছাড়া প্রতিষ্ঠানটি ‘ভলভো’ ব্র্যান্ড নকল করে ব্যাটারি পানি বাজারজাত করছিল, যা আইনত শাস্তিযোগ্য অপরাধ। খাবার পানির ক্ষেত্রেও ছিল না কোনো স্বাস্থ্যকর ব্যবস্থা। গোটা প্রক্রিয়াটিই চলছিল অস্বাস্থ্যকর পরিবেশে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।

এ কারণে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার উৎপাদন ও বিপণন বন্ধ রাখার আদেশ দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন বিএসটিআই-এর এই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের উলিপুরের চরাঞ্চলের গ্রাহকরা সৌর বিদ্যুৎ নিয়ে বিপাকে

ঠাকুরগাঁওয়ে লোমহর্ষক দস্যুতা আট লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩

আবার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : জাকির

বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভে চাপা পড়ে চায়না শিফট ম্যানেজার নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অর্থ ও মাদকসহ ১০ জুয়াড়ি গ্রেফতার

সিরাজগঞ্জের তাড়াশে শিয়ালের কামড়ে নারীসহ আহত ৪