বগুড়ার নন্দীগ্রামে সার ও কীটনাশকের দোকান পরিদর্শন করলেন উপ-পরিচালক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক কৃষিবিদ সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ নন্দীগ্রামে সার ও কীটনাশকের দোকান পরিদর্শন করেছেন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তিনি উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের রণবাঘা বাজারের বিভিন্ন দোকান ঘুরে ঘুরে সরকারি রেটে কৃষকদের মাঝে সার ও কীটনাশক বিক্রির নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি নন্দীগ্রাম সদর ইউনিয়নের রণবাঘা বকের মরিচ ও আমন ধানের ক্ষেত এবং বুড়ইল ইউনিয়নের কহুলী বকের প্রকল্প প্রদর্শনী পরিদর্শন করেন এবং কৃষকদের সাথে মতবিনিময় করে উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন পরামর্শ দেন।
আরও পড়ুনএসময় তার সাথে ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ এখলাস হোসেন সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ গাজীউল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শর্মিলী ইসলাম ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলামসহ অন্যান্য কৃষি কর্মকর্তারা।
মন্তব্য করুন