নিউজ ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ, ২০২৫, ০৪:৩৮ দুপুর
জুলাই শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের প্রধান আসামি গ্রেফতার

মূল আসামি সিফাত মুন্সি
জুলাই আগস্ট গণ-আন্দোলনে শহীদের কন্যাকে পটুয়াখালীর দুমকিতে দলবদ্ধ ধর্ষণের ঘটনার অন্যতম মূল আসামি সিফাত মুন্সিকে (১৯) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (২১ মার্চ) সকালে পিরোজপুর জেলার নাজিপুর থানা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বুধবার দুপুরে ভুক্তভোগীর করা মৌখিক অভিযোগ আমলে নিয়ে এলাকায় অভিযান চালিয়ে প্রথমে সাকিব মুন্সিকে গ্রেফতার করা হয়। সিফাত এলাকা থেকে পালিয়ে গেলেও তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে পিরোজপুর জেলা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ।
পটুয়াখালী ডিবির একাধিক টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পিরোজপুর জেলার নাজিপুর থানা এলাকায় সিফাতের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মন্তব্য করুন