ভিডিও শনিবার, ২২ মার্চ ২০২৫

দিনাজপুরের কাহারোলে কবরস্থানে এক ব্যক্তির লাশ উদ্ধার 

দিনাজপুরের কাহারোলে কবরস্থানে এক ব্যক্তির লাশ উদ্ধার। প্রতীকী ছবি

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : কাহারোল থানা পুলিশ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। দিনাজপুরের কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন জানান, আজ শুক্রবার (২১ মার্চ) সকালে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের একটি কবরস্থানে এক ব্যক্তির লাশ এলাকাবাসী পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। সংবাদ  পেয়ে থানা পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের হাফপ্যান্টের পকেটে একটি মোবাইল ফোন পাওয়া যায়।

ওই মোবাইল ফোনের সিম এর তথ্য যাচাই পদ্ধতির মাধ্যমে আইডি কার্ড শনাক্তকরণ করে উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া যায়। পুলিশ জানায়, সে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের দাঁড়িয়াপুর গ্রামের মোঃ দলিল উদ্দীনের ছেলে মোঃ মিলন (৩২)। পুলিশ তাৎক্ষণিক মিলনের পরিবারের লোকজনকে সংবাদ দিলে তারা থানায় আসেন।

থানায় আসা মিলনের ছোট ভাই বিপুল আহমেদ জানান, প্রায় ৪/৫ মাস পূর্বে আমার বড় ভাই মিলনকে দিনাজপুর বড় মাঠ এলাকায় তিন মাসের চিল্লায় পাঠানোর জন্য নিয়ে গিয়ে ভর্তি করে দেওয়া হয়। কিন্তু পরে জানতে পারলাম সে চিল্লায় না গিয়ে কোথাও যেন চলে গেছে।

আরও পড়ুন

এরপর থেকে তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। এদিকে পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন আজ শুক্রবার (২১ মার্চ) এ রিপোর্ট লেখা পযর্ন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে গণমাধ্যম কমিশন

স্বৈরাচারের দোসররা যেন পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়: তারেক রহমান

জবিতে ছাত্রদলের সাবেক বর্তমানের সমন্বিত ইফতার মাহফিল অনুষ্ঠিত

আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে বিক্ষোভ করবে এনসিপি

তিস্তার পানি বণ্টন

সিরাজগঞ্জে নামাজে ভুল ধরে মসজিদের ইমামকে মারপিট