ভারতের মাঠ নিয়ে বাংলাদেশ দলে শঙ্কা, কৃত্রিম ঘাষে অনুশীলন

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে বৃহস্পতিবার কলকাতা হয়ে শিলংয়ে পৌঁছে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা। আজ শুক্রবার নেহরু বিশ্ববিদ্যালয় ফুটবল গ্রাউন্ডে ঘণ্টাখানেক ঘাম ঝরিয়েছেন জামাল ভূইয়ারা। ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাইপর্ব শুরু করবে বাংলাদেশ।
তার আগে শিলংয়ে অনুশীলন পর্বের সূচনাও করে ফেললেন রাকিব-ইসারা। প্রথম দিন অনুশীলন শেষে বাংলাদেশ আক্রমণভাগের অগ্রসেনা রাকিব হোসেনের কণ্ঠে শোনা গেল শিলংয়ের কৃত্রিম টার্ফ নিয়ে দুশ্চিন্তার কথা।
এই ম্যাচকে সামনে রেখে সৌদি আরবের তায়েফে অনুশীলন ক্যাম্প করেছিল বাংলাদেশ। আবহাওয়ার মিল থাকায় শিলংয়ে এসে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে না ফুটবলারদের। শিলং থেকে বাফুফের পাঠানো ভিডিও বার্তায় রাকিব বলেন, ‘আসলে সৌদির আবহাওয়া আর এখানের আবহাওয়া অনেকটা একই। তো সমস্যা হবে না, কারণ ওখানে আমরা ১০ থেকে ১২ দিন অনুশীলন করেছি। মানিয়ে নিতে সহজ হবে।’ ভারতের বিপক্ষে ম্যাচটি কৃত্রিম টার্ফে হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ব্যাপারে রাকিব বলেন, ‘আমরা আসলে অনুশীলন করেছি ঘাসে। দেশেও ঘাসেই করেছি। আসলে যদি আর্টিফিশিয়াল টার্ফে খেলা হয় তাহলে একটু সমস্যা হতে পারে। তবে আমরা গেমের আগে টার্ফে অনুশীলন করব। তাই আল্লাহ রহমতে এতে কোনো অসুবিধা হবে না। আর দলে হামজার থাকাটা আমাদের প্রতিটা খেলোয়াড়ের জন্যই অনুপ্রেরণার। ফরোয়ার্ডের একজন হিসেবে ম্যাচে গোল করার চেষ্টা করব, কারণ জিততে হলে আমাদের গোল করতে হবে।’
আরও পড়ুনডিফেন্ডার ইসা ফয়সাল বলেন, ‘আমাদের মূল ফোকাস ২৫ তারিখে। আমরা ওই দিন দেশকে ভালো কিছু উপহার দিতে চাই।’
অনুশীলন মাঠ নিয়ে অসন্তোষ রয়েছে বাংলাদেশ কোচেরও। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার মনে করেন, 'অবশ্যই এটা আপ টু দ্য মার্ক নয়। এরপরও আমরা মানিয়ে নিতে হয়েছি। আজকের সেশনটা অনেকটাই পরিবেশের সঙ্গে মনিয়ে নেয়ার।'
ভালো মাঠ নিশ্চিতের বিষয়টি ফেডারেশনের উপর ছেড়েছেন কোচ, 'আমাদের ম্যানেজার এটা নিয়ে কাজ করছে। ফেডারেশন ও ম্যানেজারের দায়িত্ব এটি। তারা এটি দেখছে।'
মন্তব্য করুন