ভিডিও রবিবার, ২৩ মার্চ ২০২৫

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বগুড়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বগুড়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল। ছবি : দৈনিক করতোয়া

যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের বেসামরিক লোকজনের ওপর গণহত্যার দায়ে নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে গ্রেফতারের দাবি জানিয়ে আজ শুক্রবার (২১ মার্চ) বাদ জুম্মা বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির বগুড়া জেলা শাখা।

মিছিলটি সরকারি আজিজুল হক কলেজের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাতমাথা মুক্ত মঞ্চে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ফখরুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন শহর সভাপতি রেজোয়ানুল ইসলাম, পূর্ব জেলা সভাপতি জোবায়ের আহম্মেদ নাহিদ,  পশ্চিম জেলা সভাপতি সাইয়েদ কুতুব, শহর সেক্রেটারী খন্দকার হাবিবুল্লাহ প্রমুখ। প্রধান অতিথি নিজেদের স্বার্থ ত্যাগ করে ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া রক্তখেকো, রক্তচোষা নেতানিয়াহু মানব সভ্যতার দুশমন। সমাবেশে প্রধান অতিথি আরও বলেন বাংলাদেশের পাসপোর্টে ইসরাইলে গমন নিষেধ ছিল। সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের দোসর ফ্যাসিস্ট শেখ হাসিনা গোপনে সেই নিষেধাজ্ঞা তুলে দিয়ে ইসরাইল যাওয়ার সুযোগ করে দিয়েছে। ইসরাইলের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্নকরতে তিনি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মুসলিমদের টাকায় ইসরাইল অস্ত্র তৈরি করে সেই অস্ত্র দিয়ে আমাদের মুসলিম ভাইবোনদের হত্যা করবে তা মেনে নেয়া যায়না, যাবে না। ইসরাইলের ওপর অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক চাপ তৈরির দাবিও জানান ছাত্রশিবিরের এই নেতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের পসরা সাজিয়ে আলোয় ঝলমল গাইবান্ধার মার্কেট

বিএনপি ইসলামের পক্ষে কিন্তু বেহেস্তের টিকিট বিক্রি করে না - ওবায়দুর রহমান চন্দন

বগুড়ার সারিয়াকান্দিতে ভ্যাকসিন সংকট একদিনে ১০ জন কুকুড়ের কামড়ের শিকার

ঈদ উপহার হিসেবে ভিজিএফের আতপ চাল পেয়ে খুশি নওগাঁর অতিদরিদ্র মানুষ

লালমনিরহাটের পাটগ্রামে আলুর উৎপাদন খরচ বেশি দাম কমের কারণে হতাশ কৃষক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত