ভিডিও রবিবার, ২৩ মার্চ ২০২৫

আবারও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিলো লেবানন

আবারও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিলো লেবানন, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : আবারও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। যুদ্ধবিরতির পর নতুন করে যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা সম্পর্কে সতর্ক করে একটি বিবৃতি প্রকাশ করেছেন তিনি।

ওই বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধ এবং শান্তির বিষয়ে লেবানন যে সিদ্ধান্ত নেয় তা দেখানোর জন্য সব নিরাপত্তা ও সামরিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন, হামলার ফলে ‘একটি নতুন যুদ্ধের দিকে ধাবিত হওয়ার ঝুঁকি রয়েছে, যা লেবানন এবং লেবাননের জনগণের জন্য দুর্দশা ডেকে আনতে পারে’।

সম্প্রতি লেবানন থেকে ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা লেবানন থেকে উত্তর ইসরায়েলের সীমান্তে নিক্ষেপ করা তিনটি রকেট প্রতিহত করেছে। ইসরায়েলের আর্মি রেডিও এক খবরে জানিয়েছে, লেবানন থেকে নিক্ষেপ করা কমপক্ষে পাঁচটি রকেট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে তিনটি রকেট প্রতিহত করা হয়েছে এবং দুটি লেবাননের ভূখণ্ডের ভেতরে পড়েছে বলে জানানো হয়। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের ইয়াহমোর শহরের উপকণ্ঠে গোলাবর্ষণ করছে।

আরও পড়ুন

তবে এসব সংঘাতে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লেবাননভিত্তিক হিজবুল্লাহ সংগঠনও এখন পর্যন্ত ওই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।এদিকে ইসরায়েলে ফের হুথি বিদ্রোহীরাও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী।  খবর : আল জাজিরা। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে নাটকে ও নাচে দেখা যাবে শখ’কে

টাঙ্গাইলে বাসচাপায় শিশুসহ নিহত ২

সুরমা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, গ্রেফতার ২১

কুষ্টিয়ায় পল্লিচিকিৎসক হত্যার দায়ে ৯ জনের যাবজ্জীবন

নওগাঁর আত্রাইয়ে নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী জহুরুল ১৫ দিনেও উদ্ধার হয়নি

ঢাকায় হবে ঈদ মিছিল, বসবে মেলা : আসিফ মাহমুদ