ভিডিও মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

ঈদে নাটকে ও নাচে দেখা যাবে শখ’কে

আনিকা কবির শখ

অভি মঈনুদ্দীন ঃ আনিকা কবির শখ, একাধারে মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী। এবারের ঈদে তাকে তরুণ মেধাবী পরিচালক শহীদ উন নবীর পরিচালনায় ‘এক্সকিউজ মি’ ও ‘মায়ার ভালোবাসা’ নাটকে অভিনয়ে দেখা যাবে। দু’টি নাটকেরই শুটিং এরইমধ্যে সম্পন্ন হয়েছে। দুটি নাটকের গল্পের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শখ। এই দুটি নাটকে ছাড়াও আগামী ঈদে শখকে বিটিভির দুটি ভিন্ন ধরনের নাচের অনুষ্ঠানেও পারফর্ম করতে দেখা যাবে। এই দুটি অনুষ্ঠানেরও রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানান শখ।

শখ বলেন, ‘ নবী ভাইয়ের পরিচালনায় এর আগেও আমি নাটকে অভিনয় করেছি। তার গল্পগুলো একদম সমসাময়িক গল্প। যে কারণে অভিনয় করতে ভীষণ ভালোলাগে। আগামী ঈদের জন্য যে দুটি নাটকে অভিনয় করেছি দুটি নাটকেরই গল্প সুন্দর এবং ট্রেণ্ডি গল্প। যে কারণে অভিনয় করতেও ভীষণ ভালোলেগেছে। আমি খুব আশাবাদী দুটি নাটক নিয়েই। এছাড়াও বিটিভির জন্য যে নাচের অনুষ্ঠানে পারফর্ম করেছি আমার কাছে ভীষণ ভালোলেগেছে। যেহেতু আমি নাচেরই মেয়ে। নাচের অনুষ্ঠানে অংশগ্রহন করতে আমার বেশি ভালোলাগে। দর্শকের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আমার দুটো নাটকই দেখার জন্য এবং নাচের অনুষ্ঠানও উপভোগ করার জন্য। ধন্যবাদ নবী ভাইকে আমাকে সুন্দর দুটি গল্পে কাজ করার সুযোগ দেবার জন্য। ধন্যবাদ বিটিভি কর্তৃপক্ষকে দুটি সুন্দর অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করার সুযোগ দেবার জন্য।’

এদিকে কিছুদিন আগেই শখকে আবুল হায়াত, দিলারা জামান ও ইমনের সঙ্গে একটি নতুন বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা গেছে। এটি নির্মাণ করেছিলেন সায়মন তারিক। শখ জানান আগামী ঈদের পরপরই তিনি একটি কসমেটিকস’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করবেন। এটি নির্মাণ করবেন ভারতীয় একজন পরিচালক।

আরও পড়ুন

শিশুশিল্পী হিসেবে ২০০২ সালে ‘স্বাক্ষর’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে অভিনয়ের দুনিয়ায় শখের যাত্রা শুরু। বহু নাটকে অভিনয় করেছেন শখ। তবে দুটি সিনেমায় অভিনয়েও দেখা গেছে তাকে। সুপারস্টার াকিব খানের সঙ্গে প্রয়াত এমবি মানিকের পরিচালনায় ‘বলো না তুমি আমার’ সিনেমাতে অভিনয় করেছিলেন শখ। পরবর্তীতে সময়ে নাট্যাঙ্গনের অন্যতম শীর্ষ অভিনেতা নিলয় আলমগীরের বিপরীতে সানিয়াত হোসেনের পরিচালনায় ‘অল্প অল্প প্রেমের গল্প’ সিনেমাতে অভিনয় করে শখ ভীষণ প্রশংসিত হন। গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামের সন্তান রহমান জনকে ২০২০ সালের ১২ মে বিয়ে করেন শখ। শখ ও জনের ঘরে এক কন্যা সন্তান রয়েছে। নাম আলিফ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থনীতি ইতিবাচক ধারায় ফিরতে শুরু করছে: প্রধান উপদেষ্টা

নেত্রকোণা জেলা আওয়ামী লীগ নেতা টুকু গ্রেপ্তার

কুড়িগ্রামে বালুর গর্ত থেকে যুবকের লাশ উদ্ধার

গণহত্যা চালিয়েও শেখ হাসিনার কোন অনুশোচনা নেই : রংপুরে রিজভী

নীলফামারীর সৈয়দপুরে ৮টি  ইটভাটা মালিকের ৩৬ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহে কাভার্ডভ্যানচাপায় নিহত ২