ভিডিও বুধবার, ২৬ মার্চ ২০২৫

নেত্রকোণা জেলা আওয়ামী লীগ নেতা টুকু গ্রেপ্তার

নেত্রকোণা জেলা আওয়ামী লীগ নেতা টুকু গ্রেপ্তার

নেত্রকোণা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকুকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ। তিনি ৫ আগস্ট প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকে আত্মগোপনে ছিলেন।

গতকাল সোমবার রাতে বাসায় ফিরলে দিনগত মধ্যরাতে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার জেলা আওয়ামী লীগ নেতা টুকু নেত্রকোণা পৌরশহরের মসজিদ কোয়ার্টার এলাকার বাসিন্দা এবং মৃত গাজী মোফারফ হোসেনের ছেলে। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও নেত্রকোণা রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক সেক্রেটারি এবং নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

 

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ‘বেআইনিভাবে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে সরকারি কাজে বাধা প্রদান, সরকারি চাকরিজীবীকে মারধর ও অর্থে ক্ষতি সাধনের অপরাধে নেত্রকোণা সদর থানায় দুটি এবং সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিম থানায় একটি মামলার এজাহারনামীয় আসামি টুকু। এছাড়াও নেত্রকোণা সদর থানায় দ্রুত বিচার আইনে একটি এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা আরও দুটি মামলার এজাহারনামীয় আসামি।

আরও পড়ুন

 

ওসি আরও বলেন, ‘জেলা বিএনপি অফিস ভাঙচুর, অগ্নিযোগের দায়ে বামনমোহা গ্রামের তারেক মিয়ার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামী লীগ নেতা টুকুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে গ্রেপ্তার আসামি টুকুকে জেলা আদালতে পাঠানো হয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে সফলভাবে স্থাপিত হলো টারবাইন

গণতান্ত্রিক দেশে নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়- সাবেক এমপি কাজী রফিক

জামায়াতের পক্ষ থেকে অর্থ সহযোগিতা পাচ্ছেন নৌকাডুবিতে বাবা-মা হারানো ছোট্ট দিপু

বগুড়াসহ উত্তরাঞ্চলে গণহত্যা দিবস পালন

বগুড়ার ধুনটে ২ ফ্রিল্যান্সারকে অপহরণের পরিকল্পনাকারী পুলিশ গ্রেফতার

বগুড়ায় ঈদের আগাম টিকিট বিক্রি শুরু : প্রথম দিন দীর্ঘ লাইন