গণতান্ত্রিক দেশে নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়- সাবেক এমপি কাজী রফিক

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশে নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন করা সম্ভব নয়। এদেশের মানুষ নির্বাচন চায়। তারা দীর্ঘদিন নির্বাচনের আনন্দ উৎসব থেকে বঞ্চিত রয়েছে।
তিনি আজ মঙ্গলবার (২৫ মার্চ) বগুড়ার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের আড়িয়ারঘাট এলাকায় উপজেলা যুবদলের আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা যুবদলের আহবায়ক রাশেদুজ্জামান হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জিয়া শিশু কিশোর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, পাকুল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জিএম আলী হাসান নারুন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সোনাতলা উপজেলা কৃষকদলের আহবায়ক এমদাদুল হক বাদশা, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল হাসান বাবু, জোড়গাছা যুবদলের আহবায়ক আনিছুর রহমান আনিছ, পাকুল্লা ইউনিয়ন যুবদলের আহবায়ক রুহুল আমিন রুনু, মধুপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক জুলফিকার রহমান, পাকুল্লা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব এরশাদ হোসেন, জোড়গাছা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ, জোড়গাছা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. মৃনাল কান্তি ঘোষ প্রমুখ।
আরও পড়ুনমন্তব্য করুন