ভিডিও শনিবার, ২৯ মার্চ ২০২৫

ফিফা বিশ্বকাপ বাছাই

ব্রাজিলকে এক হালি গোল উপহার দিয়েছে আর্জেন্টিনা

ব্রাজিলকে এক হালি গোল উপহার দিয়েছে আর্জেন্টিনা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: ব্রাজিল ১: ৪ আর্জেন্টিনা । ব্রাজিল-আর্জেন্টিনা! ফুটবল ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সাউথ আমেরিকার এই দুই দলের খেলা নিয়ে ভক্তদের মধ্যে রয়েছে আলাদা উন্মাদনা। বুধবার (২৬ মার্চ) স্থানীয় সময় সকাল ৬টায় শুরু হয় খেলা।ম্যাচের মাত্র ৪ মিনিট। অসাধারণ এক গোলে আর্জেন্টিনাকে লিড এনে দেন হুলিয়ান আলভারেজ। এরপর দ্বিতীয় গোলটি করেন এনজো ফার্নান্দেজ।এরপর অনেকটা নড়েচড়ে ওঠে ব্রাজিল। ডিবক্সের বাহির থেকে দারুণ এক শটে ম্যাচের ২৬ মিনিটে সেলেসাওদের হয়ে এক গোল পরিশোধ করেন কুনহা।

তবে গোল করে কোন লাভ হয়নি। কারণ- ২ গোল করার পর আক্রমণের ধার বাড়ায় আর্জেন্টিনা। ম্যাচের ৩৭ মিনিটে দুর্দান্ত গোল করে লিড বাড়ান ম্যাক অ্যালিস্টার।ম্যাচের সেকেন্ড হাফে ৭১ মিনিটে আর্জেন্টিনার হয়ে চতুর্থ গোলটি করেন দিয়াগো সিমিওনের ছেলে জিউলিয়ানো সিমিওনে। এরপর আর কোন গোলের দেখা পায়নি দুই দল।

আরও পড়ুন

২০১৯ সালের পর আর্জেন্টিনাকে আর হারাতে পারেনি ব্রাজিল। আজ সেই অধরা জয় ছিনিয়ে নিতে রীতিমতো মরিয়া ছিলো সেলেসাওরা। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাছে পাত্তাই পায়নি ব্রাজিল।তবে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছিলো আর্জেন্টিনা।

কারণ—এল আলতোয় উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে স্বাগতিক বলিভিয়া। এতে শীর্ষ ছয় দলের একটি হিসেবে বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার। ২০২৬ সালে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ হবে ৪৮ দল নিয়ে। এর বাছাইয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে শীর্ষ ছয় দল সরাসরি খেলবে বিশ্বকাপে। সপ্তম দলটিকে দিতে হবে প্লে অফ পরীক্ষা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দয়া করে দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষকে বাঁচান : দুলু

মধ্যপ্রাচ্যে ঈদ কবে জানা যাবে আজ সন্ধ্যায়

শেখ হাসিনাকে সুযোগ দিলে দেশের ভবিষ্যৎ অন্ধকার : এ্যানি

দিনাজপুরের কাহারোলে শেষ মুহূর্তে পাদুকার দোকানগুলোতে বাড়ছে ভিড়

বাড়ি ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত