ভিডিও রবিবার, ১৭ আগস্ট ২০২৫

বাবর-রিজওয়ানকে ছাড়াই এশিয়া কাপের দল ঘোষণা পাকিস্তানের

বাবর-রিজওয়ানকে ছাড়াই এশিয়া কাপের দল ঘোষণা পাকিস্তানের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আসন্ন ট্রাই-সিরিজ ও এশিয়া কাপ সামনে রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষণা করেছে ১৭ সদস্যের দল। কিন্তু সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে, সেই দলে পাকিস্তানের দুই তারকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের না থাকা।

আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর শারজাহয় হবে পাকিস্তান, আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে টি-২০ ট্রাই-সিরিজ। এরপর ৯ থেকে ২৮ সেপ্টেম্বর আবুধাবি ও দুবাইয়ে গড়াবে মর্যাদাপূর্ণ এশিয়া কাপ ২০২৫। দুই আসরেই পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার সালমান আলী আগা। স্কোয়াডে রাখা হয়েছে অভিজ্ঞ ফখর জামান, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফকে। তরুণদের মধ্যে রয়েছেন সাইম আউব, খুশদিল শাহ ও হুসেইন তালাত।

তবে তালিকায় চোখ বোলালেই স্পষ্ট-আবারও বাদ পড়েছেন পাকিস্তানের দুই সবচেয়ে আলোচিত ব্যাটসম্যান বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। দীর্ঘদিন ধরে পাকিস্তান ব্যাটিংয়ের মেরুদণ্ড হয়ে থাকা এই জুটি হঠাৎ করেই ধারাবাহিকভাবে জাতীয় দল থেকে বাইরে। ফলে আবারও প্রশ্ন উঠছে-বোর্ড কি আসলে নতুন প্রজন্মকে এগিয়ে নিতে চায়, নাকি বাবর-রিজওয়ানকে কেন্দ্র করেই ভেতরে ভেতরে চলছে ভিন্ন ধরনের কৌশল?

আরও পড়ুন

পাকিস্তানের হোয়াইট-বল হেড কোচ মাইক হেসন সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা সালমান মির্জাকে রেখেছি তার বাংলাদেশ সফরের দুর্দান্ত বোলিংয়ের জন্য। সে সাত উইকেট নিয়েছিল চমৎকার ইকোনমি রেটে।’ তবে বাবর-রিজওয়ানকে কেন রাখা হলো না-সে বিষয়ে সরাসরি কিছু বলেননি হেসন। ফলে গুঞ্জন আরও জোরদার হয়েছে।

এশিয়া কাপ ও ট্রাই সিরিজের জন্য পাকিস্তান দল : সাইম আউব, ফখর জামান, সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নবাজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের আন্তর্জাতিক ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করলো বিকেএসপি

ড্রাগন বাগান থেকে রোহিঙ্গা যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

ভিন্ন স্বাদে হাঁসের মাংসের রেসিপি

মুন্সীগঞ্জে অবৈধ কসমেটিক্স কারখানা সন্ধান: মালিক গ্রোপ্তার

পাথর লুটের ঘটনায় প্রশাসনের যোগসাজশ ছিল: পরিবেশ উপদেষ্টা

ধানমন্ডিতে রিকশা চালক কীসের ভিত্তিতে গ্রেফতার— ওসির কাছে ব্যাখ্যা চাইলো সরকার