ভিডিও রবিবার, ১৭ আগস্ট ২০২৫

মুন্সীগঞ্জে অবৈধ কসমেটিক্স কারখানা সন্ধান: মালিক গ্রোপ্তার

মুন্সীগঞ্জে অবৈধ কসমেটিক্স কারখানা সন্ধান: মালিক গ্রোপ্তার

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে সেনাবাহিনীর অভিযানে অবৈধ কসমেটিক্স কারখানার সন্ধান পাওয়া গেছে। এ সময় বিপুল পরিমাণ ভেজাল ও অবৈধ কসমেটিক্স সামগ্রীসহ উৎপাদন কাজে ব্যবহৃত মেশিন জব্দ করা হয়।  অভিযানে কারখানার মালিক মো. ইয়াছিন (৩৫) কে আটক করা হয়। 
 
আজ রোববার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার ষোলঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কালামের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
 
মুন্সীগঞ্জ সেনা ক্যাম্প জানায়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে ১৯ বীর ও জেলা প্রশাসনের প্রতিনিধিদের উপস্থিতিতে অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর একটি বিশেষ দল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রায় ২৪ ধরনের অবৈধ ও ভেজাল মিশ্রিত কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়।
 
উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে, অলিভ অয়েল ছোট-বড়-মাঝারি ২ হাজার বোতল, অর্গানিক হেয়ার অয়েল ১ হাজার ৫০০ বোতল, কিউট গ্লিসারিন ১ হাজার ২০০ বোতল, জেসমিন বডি স্প্রে ৮০০ পিস, হোয়াইট বিউটি ক্রিম ১ হাজার ২০০ পিস, লেমন ফ্রেশ স্প্রে ৭০০ পিস, বেবি অলিভ অয়েল ৬৫০ পিস, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্পত্তি হিসেবে উল্লেখিত ১২ ডজন নিরাপদ কনডম, গৌরী ক্রিম ১ হাজার ৪০০ পিস, লতা হারবাল ক্রিম ৮০০ পিস, জাফরান হেয়ার অয়েল ৪০০ বোতল, টিউলিপ অয়েল ৩০০ বোতল, হেয়ার কালার স্টার্ট ৫০ প্যাকেট, পাকিস্তানি ক্রিম, এলিজাবেথ-১ ক্রিম ২৫০ পিস, অরেঞ্জ হেয়ার অয়েল ১ হাজার ২০০ বোতল, সুগন্ধি কেমিক্যাল ২৫ প্যাকেট, ড্রাম ভর্তি তেল ৭০০ লিটার, ক্রিম তৈরির মেশিন ১টি, খালি বোতল ও প্যাকেটিং সামগ্রী প্রায় ৫ হাজার, হেক্সিসল হ্যান্ড স্যানিটাইজার ৪৫০ বোতল, তিব্বত পোমেড ক্রিম ২০০ পিস এবং কাশ্মীর মেহেদী ২ হাজার ৮৮ পিস। উদ্ধারকৃত এসব সামগ্রীর বাজারমূল্য আনুমানিক ১০ থেকে ১৫ লাখ টাকা বলে জানানো হয়েছে।
 
সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে কালাম চেয়ারম্যানের বাড়িতে ভাড়া থাকছিলেন এবং গত এক বছর ধরে সেখানে অবৈধভাবে এই কসমেটিক্স কারখানা পরিচালনা করে আসছিলেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ার দৌলতপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মহাখালীতে ইউরেকা ফিলিং স্টেশনে ভয়াবহ আগুন, যানজটে আটকা ফায়ার সার্ভিস

এনসিপির কথায় কিছু যায় আসে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে: রিজওয়ানা

বকশীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

শ্রীপুরে দেওয়াল ধসে কারখানা শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহে যানজট নিরসন অভিযানে শতাধিক দোকান উচ্ছেদ