ময়মনসিংহে যানজট নিরসন অভিযানে শতাধিক দোকান উচ্ছেদ

ময়মনসিংহে টাস্কফোর্সের অভিযানে ভাসমান হকার ও শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।
আজ রোববার (১৭ আগস্ট) সকালে শুরু হয় এ অভিযান। নগরীর স্টেশন রোড থেকে নতুন বাজার এলাকা পর্যন্ত অভিযান চলে। সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপু অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানে অংশ নেন সেনাবাহিনীর ক্যাপ্টেন নূর মোহাম্মদ নাহিয়ান ইসলাম, র্যাব-১৪ সদর দপ্তরের ডিএডি রফিক, আনসার ও ভিডিপি জেলা কমান্ডেন্ট রবিউল ইসলাম, ট্রাফিক বিভাগের কর্মকর্তাসহ পুলিশ ও আনসার সদস্যরা।
আরও পড়ুনএ বিষয়ে বক্তব্য জানতে চাইলে ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, শহরের প্রধান সড়ক স্টেশন রোড থেকে নতুন বাজার পর্যন্ত ফুটপাতে অবৈধভাবে দোকানপাট গড়ে উঠেছে। ফুটপাতসহ অনেক অংশের সড়ক দখল করেছে ভাসমান হকাররা। ফলে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। এর ফলে সড়কগুলোতে যানজট সৃষ্টের কারণে মানুষ ভোগান্তিতে পড়ছে। তাই জনস্বার্থে এ অভিযান চালিয়ে ভাসমান হকারসহ অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।
তিনি বলেন, আবারও এসব সড়কের ফুটপাতে ভাসমান হকার বসলে কিংবা অবৈধভাবে দোকানপাট গড়ে উঠলে অভিযান চালানো হবে।
মন্তব্য করুন