বগুড়ায় মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার অনুমোদন বাতিলের আহ্বান
_original_1755444992.jpg)
বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক কাউছার উল্লা আরিফ, বগুড়া স্পোর্টস রিপোর্টার এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল ও সাধারণ সম্পাদক এইচ আলিম, বগুড়া টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আজিজুল হাকিম রুমন ও সাধারণ সম্পাদক শাহ আলম শেখ মুক্তার যৌথ সইকৃত এক বিবৃতিতে জানান, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালসংলগ্ন মাঠে বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলন নামের তথাকথিত সংগঠনের ব্যানারে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার আয়োজন করতে যাচ্ছে।
গত ১৫ আগস্ট মেলার অবকাঠামো কাজের উদ্বোধন হওয়ার পর মেলা আয়োজনের বিষয়টি প্রকাশ পায়। বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাংবাদিকদের বৃহৎ সংগঠনকে পাশ কাটিয়ে গোপনে মেলার অনুমোদন পাওয়া এবং মেলার আয়োজন করার ঘটনায় নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ এবং নিন্দা জানান। সেই সাথে নেতৃবৃন্দ বলেন, মেলা অনুমোদন দেওয়ার আগে স্থানীয় প্রশাসন বগুড়া প্রেস ক্লাব এবং সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে কোন প্রকার পরামর্শ না করে অনুমোদন দিয়েছেন। এই মেলার আয়োজনকে কেন্দ্র করে যেকোন অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায় মেলার অনুমোদনকারী প্রশাসন এবং কথিত বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলনের সাথে জড়িতদের বহন করতে হবে।
আরও পড়ুনসাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে মেলার অনুমতি বাতিলের পাশাপাশি মেলার অবকাঠামো কাজের আয়োজন বন্ধের জন্য জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন। অন্যথায় বিবৃতি প্রদানকারী সংগঠনগুলো যৌথভাবে কর্মসূচি গ্রহণ করবে।
মন্তব্য করুন